নিজস্ব সংবাদদাতা, মালদা:- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ। বুধবার দুপুরে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এর পাশাপাশি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলা বিভাগের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষা কর্মী ও ছাত্রছাত্রীরা। মাতৃভাষা দিবস নিয়ে বক্তব্য রাখেন শিক্ষক শিক্ষিকারা। কেন বিশ্বজুড়ে পালন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তা বক্তব্যের মধ্য দিয়ে তুলে ধরা হয় ছাত্র-ছাত্রীদের সামনে।অন্য দিকে মালদা শিল্পী সংসদের উদ্যোগে শহরের মালদার উঠোন পার্কে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বুধবার সকালে শহীদ বেদীতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয় মাতৃভাষা আন্দোলনে প্রাণ যাওয়া শহীদদের প্রতি। তারপর সেখানে বিভিন্ন শিল্পীদের সংবর্ধনা দেওয়া হয় এবং অনুষ্ঠানে উপস্থিত শিল্পীরা গানের মধ্য দিয়ে শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন।