আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হলো হিলি সীমান্তের শূন্যরেখায়।

0
65

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ – আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হলো হিলির আন্তর্জাতিক শূন্যরেখায়। এপার বাংলা ওপার বাংলা, দুই বাংলার বাংলাভাষায় কথা বলা মানুষের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদান এবং বাংলা ভাষার মহান ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরবার জন্য সীমান্তের শূন্যরেখায় অমর একুশে শহীদদের স্মৃতি উদ্দেশ্যে শুভেচ্ছা এবং পুষ্পস্তবক বিনিময় করা হয়। আজকের এই দুই বাংলার আন্তর্জাতিক মাতৃভাষার আয়োজনে এপার বাংলায় ছিলেন
“উজ্জীবন সোসাইটি”, তিওড়, হিলি, দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ ভারত, উত্তরের রোববার, বালুরঘাট, মেঘালয় তুরা করিডোর কমিটি বালুরঘাট, আপনজন সমাজসেবী সংগঠন এবং ওপার বাংলার “আমরা মুক্তি যোদ্ধার সন্তান কমান্ড” ও “সাপ্তাহিক আলোকিত সীমান্ত” হাকিমপুর, দিনাজপুর বাংলাদেশের এর যৌথ উদ্যোগে বিনম্র শ্রদ্ধায় শহীদদের স্মরণে হিলি আন্তর্জাতিক শূন্যরেখায় অমর একুশে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন হলো । আজ সকাল দশটায় হিলি সীমান্তে দুই বাংলার মানুষের ভাষাপ্রেমী, সংস্কৃতিপ্রেমী মানুষের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয়েছিল। যাঁরা উপস্থিত ছিলেন – ভারতের পক্ষে সূরজ দাশ, সম্পাদক উজ্জীবন সোসাইটি তিওড়, হিলি ব্লক, নবকুমার দাস, আহ্বায়ক মেঘালয় তুরা কমিটি, প্রাক্তন শিক্ষক হরিপদ সাহা, সাইফুল আলম রানা সম্পাদক আপনজন সমাজসেবী সংগঠন। উজ্জীবন সোসাইটির পক্ষে তাপস মাহাতো, পরিমল মাহাতো, চঞ্চল মন্ডল, ওপার বাংলার পক্ষে জামিল হোসেন, পৌর মেয়র, হাকিমপুর পৌরসভা, জাহিদুল ইসলাম সম্পাদক সাপ্তাহিক আলোকিত সীমান্ত, মো. লিয়াকত আলী কমান্ডার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, শাহিনুর রেজা, ভাইস চেয়ারম্যান, হাকিমপুর সহ আরো অনেকে । আজকের ভাষা দিবসের অনুষ্ঠানের সূচনায় ভারতীয় প্রতিনিধি এবং বাংলাদেশের প্রতিনিধিদের মধ্যে পুস্পস্তবক বিনিময়, শহীদদের স্মৃতিতে শহীদ স্মৃতি স্মারক বিনিময় হয় শূন্যরেখায় । এছাড়াও পেপার হিলিতে ভাষা শহীদদের স্মরণে একটি বর্ণাঢ্য রালি হিলি শহর পরিক্রমা করে। একুশের এই বিশেষ দিনে শূন্যরেখায় গান কবিতা বক্তব্যে আজকের এই বিশেষ দিন উদযাপন হলো ! উজ্জীবন সোসাইটির সম্পাদক সুরজ দাস বলেন, বিগত পনেরো বছর ধরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সীমান্তের শূন্যরেখায় অনুষ্ঠিত হয়। আজকেও পালিত হলো অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আগামীতেও এমন আয়োজন করা হবে।