সন্দেশখালি প্রসঙ্গ নিয়ে ফের একবার চন্দ্রকোনারোড শহর সংলগ্ন রুইদাসপাড়া থেকে মুখ খুললেন BJP বিধায়ক চন্দনা বাউড়ী।

0
54

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  সন্দেশখালি প্রসঙ্গ নিয়ে ফের একবার মুখ খুললেন বাঁকুড়া জেলার শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ী, বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনারোড শহর সংলগ্ন রুইদাসপাড়া এলাকায় ভীম পুজো উপলক্ষে এবং ব্লাড ব্যাংকের রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়, এই রক্তদান শিবিরে এই দিন প্রায় ৪০ জন রক্তদাতা রক্ত দান করেন, এই দিন উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ী, রাজ্য বিজেপি এস সি মোর্চার নেতা মদন রুইদাস, মন্ডল সভাপতি অজিত মন্ডল সহ একাধিক বিজেপির নেতা কর্মীরা, পরিশেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সন্দেশখালীর প্রসঙ্গ নিয়ে ফের একবার মুখ খুললেন চন্দনা বাউড়ী, তিনি বলেন তাদের অত্যাচারের ফলে যেভাবে তারা বেরিয়ে এসেছেন আগামী দিনে পশ্চিমবাংলার মহিলারাও এভাবে বেরিয়ে আসবেন, এমনটাই বার্তা দিয়েছেন সন্দেশখালীর মহিলারা।