নিজস্ব সংবাদদাতা, মালদা:– ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃতু হল মালদহের এক পরিযায়ী শ্রমিকের। পরিবার পরিজন সিমাহীন দুঃখ আর নেমে এসেছে শোকের ছায়া।বৃহস্পতিবার সকালে হবিবপুর থানার আইহো অঞ্চলের সোনার পাড়ায় মৃত্যদেহ আনতেই পরিবার সহ এলাকাবাসী মধ্যে নেমে আসে শোকে ছায়া।
এবিষয়ে আইহো অঞ্চলের উপ প্রধান দীপক সাহা জানান-সম্প্রতি,হায়দ্রাবাদে কোন এক জায়গায় কাজে গিয়ে মৃত্যু হয়।বিমল হালদার (৪৯)পরিবারের আর্থিক অবস্থা খারাপ থাকায় ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজে যায় সংসার চালাতে।জানতে পারা যায় হায়দ্রাবাদে কাজে গিয়ে তাকে মার্ডার করা হয়েছে এমনই খবর পেয়ে উপপ্রধান হবিবপুর থানা আইসির সঙ্গে কথা বলেন এবং সব রকম সহযোগিতা করার জন্য জানিয়েছেন, হবিবপুর থানার আই সি,হায়দ্রাবাদের ঐ এলাকার পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে মৃতদেহ ফেরানো হচ্ছে এছাড়াও এই মাডার সঙ্গে কে বা কারা যুক্ত রয়েছে আইনত ব্যবস্থা নেওয়ার জন্য জানানো হয়েছে।উপপ্রধান আরো জানান ওই পরিবারে তার দুটো ছেলে মেয়ে রয়েছে এবার সংসার কিভাবে চলবে এই নিয়ে রাজ্য সরকারের যে পরিচয় শ্রমিকের যে দুই লক্ষ টাকা পাওয়ার কথা রয়েছে ব্যবস্থা করে দেওয়ার জন্য জেলা প্রশাসনের কাছে কথা বলবেন বলে জানিয়েছেন উপপ্রধান। পুলিশ সূত্রে জানা গেছে বৃহস্পতিবার সকালে মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে। মৃত ব্যক্তির নাম বিমল হালদার বয়স (৩৯)বাবার নাম জগত হালদার বাড়ি- হবিবপুর থানা আইহো অঞ্চলের, সোনারপাড়া এলাকায়। হায়দ্রাবাদে কোন এক জায়গায় কাজে গিয়েছিল সেখানেই মার্ডার করা হয়েছে বলে অনুমান পরিবারের, এই নিয়ে প্রশাসনের তরফ থেকে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে।