আবদুল হাই, বাঁকুড়াঃ – বাঁকুড়ার দুই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী সুজয় পরমানিক ও কোয়েল কাইতি। দুইজনেই থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। বাঁকুড়ার বঙ্গ বিদ্যালয়ের ছাত্র সুজয় পরমানিককে এখন আট থেকে দশ দিন অন্তর অন্তর রক্ত দিতে হয়।রক্তের অভাবে খুবই কষ্ট হয় সুজয় পরমানিকের। পরীক্ষার সাত দিন আগে রক্ত নিতে হয় সুজয়কে সাইকেল চালাতে পারে না। অর্থের অভাবে টিউশনি নেয়নি। তবুও হাল ছাড়েননি বাবার পাশে দাঁড়ানোর জন্য কষ্ট করে পড়াশোনা চালিয়ে যাচ্ছে সুজয় পরমানিক। অপরদিকে বাঁকুড়া শহরের কোয়েল কাইতি পরীক্ষার দুই দিন আগে রক্ত নিয়েছে। কোয়েল নিজের পরিস্থিতিতে মাথা নত করতে নারাজ।কুষ্ঠি পরীক্ষা নয়,বিয়ের আগে থ্যালাসেমিয়া পরীক্ষা করতে হবে।রাজ্যের প্রতিটি বিদ্যালয়ে বিদ্যালয়ে থ্যালাসেমিয়া পরীক্ষার জন্য শিবির করলে হয়তো আজ সুজয় ও কোয়েলকে এভাবে পরীক্ষা দিতে হতো না।