তমলুক-পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ১০০ দিনের শ্রমিকদের টাকা রাজ্য মেটাবে বলে ইতি মধ্যেই ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই জন্য প্রক্রিয়াও শুরু হয়েছে। চালু হয়েছে সহায়তা শিবির। রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে বিভিন্ন এলাকায় শুরু হয়েছে ১০০ দিনের কাজের বঞ্চিত শ্রমিকদের দু’বছরের বকে পরিশ্রমিক পাওনার ক্ষেত্রে ক্যাম্প। পিপুলবেরিয়া এক অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি ক্যাম্পে সকাল থেকেই ফরম ফিলাপ করেন ১০০ দিনের কাজের শ্রমিকেরা। এই ক্যাম্পে উপস্থিত ছিলেন তমলুক বিধানসভার বিধায়ক সৌমেন মহাপাত্র সহ অন্যান্য নেতৃত্বরা। বিধায়ক সৌমেন মহাপাত্র নিজেই কয়েক জনের ফর্ম ফিলাপ করে দেন। এদিন তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান।
Home রাজ্য দক্ষিণ বাংলা পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে বিভিন্ন এলাকায় শুরু হয়েছে ১০০ দিনের কাজের বঞ্চিত...