মানিকচকে শর্ট সার্কিটে থেকে আগুন,বরাতজোরে প্রাণে বাচল একবছরের শিশু,আগুনে পুড়ে আহত মা।

0
55

নিজস্ব সংবাদদাতা, মালদা:— মানিকচকে শর্ট সার্কিটে থেকে আগুন,বরাতজোরে প্রাণে বাচল একবছরের শিশু,আগুনে পুড়ে আহত মা।ঘরে থাকা ইলেকট্রনিক যন্ত্রপাতি সহ নগদ ২৫ হাজার টাকা পুড়ে ছাই।গ্রামবাসীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে,ক্ষয়ক্ষতির পরিমান প্রায় দেড় লক্ষ টাকা। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে মানিকচকের নারীদিয়ারা এলাকায়।
ঘটনা সম্পর্কে জানাগেছে,মানিকচকের নারীদিয়ারা এলাকার বাসিন্দা সুমিত ঘোষ,সে পেশায় একজন পরিযায়ী শ্রমিক।পরিবারে স্ত্রী, বৃদ্ধ বাবা ছাড়াও এক বছরের শিশুসন্তান রয়েছে।এদিন বিকেল নাগাদ ছোট শিশুটি ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিল, সেই সময় বাড়ির বাইরে কাজ করছিলেন সুমিত ঘোষের স্ত্রী সীমা ঘোষ।তিনি বলেন, আমি ঘরের বাইরে ছিলাম, হঠাৎ করে দেখি ফ্রিজে আগুন লেগে যায়। তারপর টিভি ও পাখায়। কিছুই বুঝতে পারছিলাম না কি করি তবে সন্তানের কথা ভেবে ভয়ের মধ্যে থাকলেও দৌড়ে গেলাম ঘরে। আমার বছর খানেকের শিশুকে কোনোরকমে নিয়ে বাইরে আসি।যদিও আমার হাতের কিছুটা ঝলসে গেছি।তবে ঘরে রাখা নগদ ২৫ হাজার টাকা সহ বাড়ির সমস্ত কিছুই পুড়ে গেছে।কপালের জোরে কোনরকমে বাঁচাতে পেরেছি।
সুমিতের বাবা ফজলু ঘোষ বলেন ‘ গ্রামবাসীরা দৌড়ে গিয়ে কোনরকমে আগুন নেভায়।কিন্তু কিছু বাঁচাতে পারলাম না।প্রশাসন আমাদের পাশে দাঁড়াক আবেদন জানিয়েছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here