দিঘার বুকে খুলে যাবে জগন্নাথ ধাম। সৈকত শহরে সেই মন্দিরের প্রস্তুতি তুঙ্গে।

0
99

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  বাঙালি হাতের কাছে চলে আসছে ‘পুরী।’ সমুদ্র আর জগন্নাথের টানে আর ভিনরাজ্যে ছুটে যাওয়ার দরকার নেই। কিছুদিনের মধ্যেই পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দিঘার বুকে খুলে যাবে জগন্নাথ ধাম। সৈকত শহরে সেই মন্দিরের প্রস্তুতি তুঙ্গে। তবে শুধুই কি জগন্নাথ ধাম, নাকি দিঘায় এবার তৈরি হবে রাম মন্দিরও? প্রশাসনের কাছে জমা পড়েছে রাম মন্দির তৈরির আবেদন। রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র দিঘায় যাতে রাম লালার মন্দির তৈরি করা হয়, সেই আবেদন জানানো হয়েছে। ড: শ্যামাপ্রসাদ মুখার্জী ব্যবসায়ী কমিটি (দিঘা) ও সনাতনীবৃন্দের তরফ থেকে রাম মন্দির তৈরি আবেদন জানানো হয়েছে। বৃহস্পতিবার কমিটির সদস্যরা দিঘায় মিছিল করে ঘুরে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের কাছে একটি স্মারকলিপি জমা করেন।
কমিটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, দিঘায় বহু ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটে। তাঁদের কথা ভেবেই রাম মন্দির তৈরি করা হোক। দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের ভারপ্রাপ্ত আধিকারিক সৌভিক ভট্টাচার্য বলেন, ‘আমরা স্মারকলিপি গ্রহণ করেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’