পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- “বইয়ের দেশে বিশ্বভুবন”এই বার্তাকে সামনে রেখে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড ডাবচা নবকোলা হাইস্কুলে কচিকাচাদের হাতে বই তুলে দিল অপরাজেয় নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন,এই দিন ১৪ জন পড়ুয়ার হাতে তুলে দেওয়া হয় পড়ার বই, তবে আগামী দিনেও এই ধরনের সমাজ সেবক মূলক কর্মসূচি গ্রহণ করা হবে বলে এইদিন এমনটাই জানিয়েছেন সংগঠনের সভাপতি চিত্মতোষ পইড়া, এছাড়াও এই দিন উপস্থিত ছিলেন প্রসেনজিৎ কুণ্ডু সহ অন্যান্য ব্যক্তিবর্গ,তবে এই স্বেচ্ছাসেবী সংগঠনের এই রকম কার্যকলাপে যথেষ্ট আপ্লুত এলাকার মানুষ।
“বইয়ের দেশে বিশ্বভুবন”এই বার্তাকে সামনে রেখে চন্দ্রকোনারোড ডাবচা নবকোলা হাইস্কুলে কচিকাচাদের হাতে বই তুলে দিল অপরাজেয় স্বেচ্ছাসেবী।

Leave a Reply