কংগ্রেস এবং কোলাঘাট ব্লক INTUC এর যৌথ উদ্যোগে জল প্রকল্পে স্থানীয় বেকারদের চাকরির দাবি সহ দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ।

0
48

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লক কংগ্রেস এবং কোলাঘাট ব্লক INTUC এর যৌথ উদ্যোগে ব্লক কংগ্রেস সভাপতি সমীর হোসেনের নেতৃত্বে কোলাঘাট জল প্রকল্পে স্থানীয় বেকারদের চাকরির দাবি এবং বর্তমানে কোলাঘাট জল প্রকল্পে নিয়োগ নিয়ে যে দুর্নীতি হয়েছে তারই প্রতিবাদে তথা বর্তমান মৎস্যমন্ত্রীর বিরুদ্ধে স্বজন পোষনের প্রতিবাদে মেদিনীপুর ডিভিশনে পিএইচির মেকানিক ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারিং বিভাগের অফিসের সামনে ঘণ্টা খানেক ধরে অবস্থান বিক্ষোভ চলে। তাঁর পাশাপাশি বিভিন্ন দাবি দাওয়া নিয়েও অবস্থান বিক্ষোভ চলে এই দিন। তাঁদের দাবি পূরণ করতে হবে এবং জলপ্রকল্পে যে নিয়োগ হয়েছে সেই দুর্নীতির নির্দিষ্ট তদন্তের দাবি সহ ব্লক কংগ্রেসের পক্ষ থেকে একাধিক দাবি নিয়ে অবস্থান ও ডেপুটেশন দেওয়া হয়। দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ডাক দেয় বিক্ষোভ কারীরা। তবে পরে এই বিষয়ে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আশ্বাস দিলে তাঁরা এই দিনের মতো অবস্থান ও বিক্ষোভ তুলে নেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here