পূর্ব মেদিনীপুর জেলার রামনগরে এটিএম হ্যাক করে টাকা তোলার চেষ্টা, ধৃত যুবক।

0
43

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- যতই দিন যাচ্ছে ততই নানা কৌশল অবলম্বন করে চলছে প্রতারণা। এবার তেমনই একটি প্রতারণার ঘটনা ঘটল রামনগর বালিসাই পানিপারুল মোর এলাকায়। এটিএম থেকে টাকা তুলতে গিয়েছিল এক যুবক। কিন্তু তার সেই অসৎ উদ্দেশ্য ব্যর্থ হয়। হাতেনাতে ধরা পড়ে যায় সে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পৌঁছায়
রামনগরের বিশিষ্ট ব্যবসায়ী ভাইজান কাছে। রামনগরের মানুষ তাকে ভাইজান ও বাদশা দা বলেই ডাকেন। খবর পেয়ে রামনগর থেকে ঘটনা স্থলে পৌঁছোয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, এখানে মাঠে ১০ দিন ধরে মেলা চলে। ওই মাঠে পাশেই রয়েছে এটিএম। মঙ্গলবার সকালে সেই এটিএম থেকে বেশ কয়েক জন টাকা তোলার চেষ্টা করে স্লিপ বেরোলেও টাকা আটকে যাচ্ছিল এটিএম এর মধ্যেই। এরপর তারা লক্ষ্য করেন এটিএমের বাইরে মাস্ক পরে দাঁড়িয়ে রয়েছে এক যুবক। তাকে চেপে ধরতেই সে জানায় এটিএম হ্যাক করছিল সে। অর্থাৎ গ্রাহকরা টাকা না পেয়ে এটিএম ছেড়ে চলে যেতে এক অভিনব কৌশলে টাকা হাতে পেয়ে যায় ওই যুবক
জানা গেছে ওই যুবকের নাম তাপস দাস। এগরা থানা এলাকায় তার বাড়ি। কয়েক দিন আগে কাঁথিতেও একই ভাবে এটিএম হ্যাক করেছিল সে। জেরায় এমন টাই জানিয়েছে ধৃত ওই যুবক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here