অন্যায় ভাবে ছাটাই শ্রমিকদের নিয়ে আইনি পথে লড়ার হুংকার জেলার হলদিয়ার BJP বিধায়িকা তাপসী মন্ডল।

0
59

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- অন্যায় ভাবে ছাটাই শ্রমিকদের নিয়ে আইনি পথে লড়ার হুংকার পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার BJP বিধায়িকা তাপসী মন্ডল,
হলদিয়ায় কারখানার গেটের সামনে শ্রমিক অবস্থান-বিক্ষোভের অভিযোগ, হলদিয়া টাটা স্টিল কারখানার ২১ জন শ্রমিককে অন্যায় ভাবে ছাটাই করে দেওয়া হয়েছে। শ্রমিকরা কারখানা গেটের সামনে দীর্ঘ ১৫ দিন ধরে অবস্থান-বিক্ষোবে রত। দীর্ঘ পাঁচ বছর ধরে শ্রমিকরা কারখানায় কাজ করছে, হঠাৎ তাদের ছাটাই নোটিশ ধরে দেওয়া হল। যা নিয়ে রীতি মতো শ্রমিক মহলে অসন্তোষ। শ্রমিকরা কারখানার গেটের সামনে বি এম এস এর ঝান্ডা নিয়ে স্লোগান দেয়। অবিলম্বে তাদের কাজে বহাল করতে হবে।তাদের দাবি মানতে হবে। বাড়ির এক মাত্র রোজগেরের কাজ চলে যাওয়ার অবস্থান বিক্ষোভে সামিল পরিবার বর্গরা। কারখানার গেটের সামনে যাতে অপ্রীতিক পরিস্থিতির তৈরি না হয়, তার জন্য রয়েছে পুলিশ টহল। বিষয়টি নিয়ে কারখানা কর্তৃপক্ষ মুখ খুলতে চায়নি। হলদিয়া টাটা স্টিল কারখানার সামনে শ্রমিক বিক্ষোভ জারি থাকায়, বুধবার সকালে পরিদর্শনে এলেন হলদিয়ার বিধায়িকা তথা বিজেপি নেত্রী তাপসী মন্ডল। শ্রমিকদের সঙ্গে এবং শ্রমিকদের দাবি-দাওয়া এবং তাদের পরিবার বর্গদের সঙ্গে কথা বললেন। বিষয়টি নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলে জানান। শ্রমিক অবস্থান-বিক্ষোভে সামিল তাদের পরিবারবর্গরা, ছাটাই শ্রমিকদের কারখানায় কাজে পুনর্বহাল করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here