বেহাল দশা, নিয়মিত সেন্টারে আসেন না অঙ্গনওয়াড়ি কর্মী, রাঁধুনীকে দিয়েই চলছে অঙ্গনওয়াড়ি সেন্টার।

0
54

নিজস্ব সংবাদদাতা, মালদা:–আবারো সামনে এলো অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশা। নিয়মিত সেন্টারে আসেন না অঙ্গনওয়াড়ি কর্মী, রাঁধুনীকে দিয়েই চলছে অঙ্গনওয়াড়ি সেন্টার। পাশাপাশি সপ্তাহে একবার কিংবা মাসে একবার শিশু এবং প্রসূতিদের পাতে দেওয়া হচ্ছে ডিম। দীর্ঘ দিন ধরেই খাবারে বেনিয়ম হচ্ছে এই কেন্দ্রে। নিয়ম মেনে তালিকা অনুযায়ী দেওয়া হয় না খাবার। অনেক দিন দেওয়া হচ্ছে শুধু শুকনো ভাত।যেদিন ডিম বা সবজি দেওয়া হচ্ছে তা নিম্নমানের। খোলা আকাশের নিচেই চলছে সেন্টার। বুধবার নিম্নমানের খাবার দিতেই বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বড়ই গ্রাম পঞ্চায়েতের বারোঘরিয়া গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্র কার্যত বেহাল দশায় ধুকছে। ওই কেন্দ্রের অঙ্গনওয়াড়ি কর্মী হুশনেরা খাতুন । ওই সেন্টারে নেই কোনো ভবন। খোলা আকাশের নিচেই চলে সেন্টার। সাথে অভিভাবকদের অভিযোগ, দীর্ঘ দিন ধরে নিয়ম মেনে দেওয়া হচ্ছে না খাবার। সপ্তাহে কিংবা মাসে একবার করে দেওয়া হচ্ছে ডিম। অঙ্গনওয়াড়ি কর্মীর কেন্দ্রে আসেন না বুধবার দুপুরে অঙ্গনওয়াড়ি কর্মীর বিরুদ্ধে একরাশ অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়েন তারা। দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ।

যদিও অনিয়ম এবং নিম্নমানের খাবারের অভিযোগ স্বীকার করে নিয়েছেন ওই কেন্দ্রের রাধুনী প্রতিমা সিংহ। তিনি বলেন, ওই কেন্দ্রের অঙ্গন বাড়ি কর্মী নিয়মিত আসেন না। এমনকি নিয়মিত ডিম দেওয়া হয় না।

যদিও গ্রামবাসীদের অভিযোগ মেনে নিয়ে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ওই ভূতের মালদা জেলা পরিষদ সদস্য রবিউল ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here