ভেস্তে গেলো রক্তদান শিবির তেমনই উদ্বোধন স্থগিত হয়ে গেলো স্বাস্থ্য কেন্দ্রের।

0
70

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ঘোষিত কর্মসূচি ছিলো স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন ও সেই উদ্বোধন উপলক্ষে আয়োজিত হভ রক্তদান শিবির। সব রকম প্রস্তুতি সম্পন্ন ছিল। কিন্তু রক্ত নিতেই এলো না রানাঘাট মহকুমা হাসপাতাল কতৃপক্ষ। আর এর ফলে একদিকে যেমন ভেস্তে গেলো রক্তদান শিবির তেমনই উদ্বোধন স্থগিত হয়ে গেলো স্বাস্থ্য কেন্দ্রের। আর এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার ব্যাপক অসন্তোষের সৃষ্টি হলো ফুলিয়া লালমাঠ এলাকায়। সূত্রের খবর, শান্তিপুর ব্লক স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে বুধবার ফুলিয়ার লালমাঠ এলাকায় তৈরি নব নির্মিত একটি স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হওয়ার কথা ছিল। আর সেই উপলক্ষে বুধবার স্থানীয় মানুষজন স্বাস্থ্য কেন্দ্র প্রাঙ্গনে রক্তদান শিবিরের আয়োজন করেন। অভিযোগ, রানাঘাট মহকুমা হাসপাতালের তরফে রক্তদান শিবিরে রক্ত গ্রহণ করতে আসার কথা থাকলেও শেষ মুহূর্তে তারা জানিয়ে দেয় রক্ত নিতে তারা আসছেন না। আর এই কথা জানার পরই ক্ষোভের সঞ্চার হয়েছে লালমাঠ এলাকার মানুষের মধ্যে। তাদের অভিযোগ সরকারি দপ্তরের কর্মীদের উদাসীনতার কারণেই এই ঘটনা। যদিও এই প্রসঙ্গে অভিযোগ অস্বীকার করেছেন রানাঘাট হাসপাতালের সুপার প্রলহাদ অধিকারী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here