শারীরিক প্রতিবন্ধকতাকে দূরে ঠেলে পরীক্ষা দিলো ছাত্রী এরাম ফিজা।

0
49

নিজস্ব সংবাদদাতা, দক্ষিন দিনাজপুর,কুশমন্ডি:-  দঃ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে চোষা উচ্চ বিদ্যালয় ছাত্র সক্ষম ছাত্রী এরাম ফিজা সে কথা বলতে পারে না । কথায় আছে মনে জর থাকলে পরিক্ষা দেওয়া সম্ভব।2024 সালে মহিপাল উচ্চ বিদ্যালয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন 4 ঘন্টা ধরে শারীরিক সক্ষম ছাত্রী এরাম ফিজা । উল্লেখ্য উওর দিনাজপুর কর্ন জোড়া বাসিন্দা আনছার আলী তার দুই টা মেয়ে শারীরিক সক্ষম । এই মতে সরকারি সাহায্য আর্জি শারীরিক সক্ষম এরাম ফিজা বাবা আনছার আলী।। এই বিষয়ে কুশমন্ডি উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফিরোজ আহাম্মেদ বলেন চৌষা উচ্চ বিদ্যালয় শারীরিক সক্ষম ছাত্রী এরাম ফিজা অনেক প্রতিভা রয়েছে বলে জানান। এই বিষয়ে মহিপাল উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জীব দাস বলেন মহিপাল উচ্চ বিদ্যালয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন সক্ষম ছাত্রী এরাম ফিজাকে সমস্ত রকম সহযোগিতা করা হচ্ছে বলে জানান আগমী দিনে সাফল্য কামনা করি।ছাত্রী এরাম ফিজা নিজের ভাষায় প্রকাশ করছেন পরীক্ষা ভালো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here