প্রতিশ্রুতি : লাজু চৌধুরী।

0
68

মস্তিষকের ভিতর অসম্ভব প্যাচ
কবিতা লেখার প্রতিশ্রুতি দেয় না
কারন জীবন আমার ছেড়া শার্টের মত…
আলনায় আর হ্যাঙ্গারে ঝুলছে।

অসংখ্য রিফু করা শার্টের ভাঁজে..
মুখ লুকিয়ে রাখা জীবন
কবিতা লেখার প্রতিশ্রুতি পায় না।

যে মানুষ নিঃশ্বাস নিতে পারে না এই যান্ত্রিক শহরে।
প্রতিমুহূর্তে জ্বলন্ত সিগারেটের মত পুড়ে পুড়ে ছাই হয়….
পায়ে পায়ে জনতার ভিড়ে হারিয়ে যাই ব্যস্ততার চাপে ।

তারপরেও কলম গভীর রাতে নিঃশ্বদে নড়ে চড়ে বসে কবিতা লেখার জন্য …..