শিলদা EFR ক্যাম্পে মাওবাদী হামলার মামলায় বাকি ১০ জন আসামিকেও যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিলেন মেদিনীপুর দায়রা আদালত।

0
57

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  ঝাড়গ্রামের শিলদা EFR ক্যাম্পে মাওবাদী হামলার মামলায় বাকি ১০ জন আসামিকেও বৃহস্পতিবার যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিলেন মেদিনীপুর জেলা ষষ্ঠ অতিরিক্ত দায়রা বিচারক সেলিম শাহী,এই মামলায় মঙ্গলবারই অভিযুক্ত ২৩ জনকে দোষী সাব্যস্ত করেন বিচারক। বুধবারই ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন বিচারক। বাকি ১০ জনকেও বৃহস্পতিবার যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিলেন বিচারক,একই সাথে সকলকেই আর্থিক জরিমানা করা হয়। তবে বিচারকের সাজা ঘোষণার পর আদালত চত্তরে মুক্তি চাই দাবি তুলে বিক্ষোভ দেখায় APDR এর সদস্যরা।
প্রসঙ্গত, গত ২০১০ সালের ১৫ ফেব্রুয়ারী বিকেলে ঝাড়গ্রামের শিলদা EFR ক্যাম্পে হামলা চালায় একদল মাওবাদী। হামলায় মৃত্যু হয় ২৪ EFR জওয়ানের, EFR এর গুলিতে মৃত্যু হয় ৫ মাওবাদীর। সেই ঘটনায় গ্রেপ্তার হয় একের পর এক অভিযুক্ত। ঝাড়গ্রাম আদালতে মামলা শুরু হলেও ২০১১ সালে তা স্থানান্তর হয় মেদিনীপুর জেলা আদালতে। দীর্ঘ্য ১৪ বছর সেই মামলার বিচার প্রক্রিয়া চলার পর অবশেষে বৃহস্পতিবার মামলার রায় দান করলেন বিচারক সেলিম শাহী।
বৃহস্পতিবার যাদের সাজা ঘোষনা করা হল তারা হলেন-
১. লোচন সিং সর্দার
২. চুনারাম বাস্কে
৩. আশিষ মাহাতো
৪. ধৃতিরঞ্জন মাহাতো
৫. বিষ্ণুপদ সরেন
৬. অর্ণব দাম
৭. রামসাই হাঁসদা
৮. প্রশান্ত পাত্র
৯. বুদ্ধেশ্বর মাহাতো ওরফে বুদ্ধদেব
১০. রঞ্জন মুণ্ডা ওরফে মধু ওরফে পুটুরাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here