সাতসকালে নদীর ধারে গরু বাঁধতে গিয়ে চিতাবাঘের হানায় গুরুতর জখম হয়েছিলেন গোরাচাঁদ কার্জি নামের এক প্রৌঢ়, অবশেষে খাঁচা বন্দী।।

0
61

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- গত মঙ্গলবারই সাতসকালে নদীর ধারে গরু বাঁধতে গিয়ে চিতাবাঘের হানায় গুরুতর জখম হয়েছিলেন গোরাচাঁদ কার্জি নামের এক প্রৌঢ়। দুর্ঘটনাটি ঘটেছিল আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দলগাঁও বস্তির কার্জিপাড়া এলাকায়। তারপরেই আতঙ্কিত গ্রামবাসীদের দাবি মেনে ছাগলের টোপ দিয়ে খাঁচা পাতে বনদপ্তর। ওই খাঁচাতেই শেষ পর্যন্ত বন্দি হয়েছে একটি চিতাবাঘ। লেপার্ডটির গর্জনে বৃহস্পতিবার সকালে ঘুম ভাঙে স্থানীয় বাসিন্দাদের। খবর পেয়ে জলদাপাড়া বনবিভাগের মাদারিহাট রেঞ্জের বনকর্মীরা ওই চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যান।