জয় শ্রীরাম দিয়ে শুরু করলেন সাংসদ দিব্যেন্দু অধিকারী, বিজেপিতে যোগদানের প্রসঙ্গটি আরো প্রকট রূপ নিয়েছে বলে ওয়াকি মহল মহলের ধারণা ।

0
98

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আগামী ৭ মার্চ তৃণমূলের সাংসদ দিব্যেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করছে বলে সূত্রের মাধ্যমে জানা গিয়েছিল। শুক্রবার হলদিয়ায় গেরুয়া শিবিরের মন্ত্রে অনুষ্ঠান শুরু করলেন হলদিয়ায় সাংসদ দিব্যেন্দু অধিকারী। জয় শ্রীরাম দিয়ে শুরু করলেন সাংসদ দিব্যেন্দু অধিকারী। বিজেপিতে যোগদানের প্রসঙ্গটি আরো প্রকট রূপ নিয়েছে বলে ওয়াকি মহল মহলের ধারণা । এই প্রসঙ্গে দিব্যেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে , পরিষ্কার করে কিছু না বললেও , ইঙ্গিত বহন করলেন । সময়ই তা পরিষ্কার করে দেবে বলে জানান ।
*প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদি শুক্রবারবিকালেআরামবাগ থেকেভার্চুয়ালি*পারাদ্বীপ-হলদিয়া-বারাউনি ক্রুড অয়েল পাইপলাইন এর উদ্বোধন করলেন।*
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুক্রবার আরামবাগ থেকে ভার্চুয়ালি পারাদ্বীপ হলদিয়া বারুণী পাইপ লাইনের উদ্বোধন *২,৭৯০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ত্রিশ ইঞ্চি ডায়ামিটারের ৫১৮ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইনের মাধ্যমে পারাদ্বীপ থেকে আসা ক্রুড* *হলদিয়া হয়ে বারাউনিতে সরবরাহ করা হবে।*
*এই উপলক্ষে হলদিয়ার কসবেড়িয়ায় ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের মার্কেটিং* *ডিভিশনের কারখানায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। **এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী, হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডল, হলদিয়া রিফাইনারি ইডি অতনু সান্যাল ,আই ও সি পাইপলাইন্সের চিফ জেনারেল ম্যানেজার সন্দীপ সরকার প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here