নদিয়া জেলার চাকদা ব্লকের ঘেটওগাছি গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ সহিশপুর বাজারে বেআইনিভাবে গজিয়ে ওঠা তিনটি দেশি মদের ঠেক ও দোকান ভেঙে গুঁড়িয়ে দিল স্থানীয় মহিলারা।

0
42

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  স্থানীয়দের অভিযোগ, সহিসপুর বাজারে দিনের পর দিন বেআইনিভাবে গজিয়ে উঠছে একের পর এক মদের ঠেক। গজিয়ে উঠেছে বেশ কয়েকটি দোকান। সকাল থেকে রাত পর্যন্ত ওই বাজারে বেআইনিভাবে গজিয়ে ওঠা মদের ঠেক ও দোকানে দেদার-বিকচ্ছে নিষিদ্ধ নেশার সামগ্রী, দেশি মদ। আর তা পান করছে বাজারে আশেপাশে অঞ্চলের দরিদ্র নিম্ন শ্রেণীর পরিবারের পুরুষেরা। এই দেশি মদের দাম কম, নেশা বেশি। ফলে সাময়িক উপার্জনকারী মধ্যবিত্ত ঘরের পুরুষেরাই এই মত বেশি পান করছে। মদ পান করে বাড়িতে গিয়ে স্ত্রী ছেলেমেয়েদের মারধর করছে। সংসারে অশান্তি করছে। এই মদ পানের হাত থেকে রেহাই পাচ্ছে না বর্তমান প্রজন্ম, অর্থাৎ এই প্রজন্মের ছোট ছোট ছেলেরা। বেআইনি এই মদের ঠেক ও দোকানদাররা কোন বয়সের পার্থক্য না দেখেই ছোট বড় সকল হাতে অল্প পয়সার বিনিময়ে তুলে দিচ্ছে এই মদ। ফলে মদের নেশায় আকৃষ্ট হয়ে পড়ছে আশেপাশে অঞ্চলের বেশিরভাগ পরিবারের প্রধান পুরুষ থেকে শুরু করে অল্প বয়সের ছেলেরাও। স্থানীয়রা এ বিষয়ে বারংবার প্রতিবাদ জানিয়ে ওই বাজারের অন্যান্য দোকানদার থেকে শুরু করে বেআইনিভাবে গজিয়ে ওঠা ওই মদের দোকানগুলোর বিক্রেতাদের বলেছে দোকান বন্ধ করার জন্য। কিন্তু তাতে কোন লাভ হয়নি বলে অভিযোগ। আরো অভিযোগ দোকান বন্ধ না করলে পুলিশ প্রশাসনে জানাবে বলে স্থানীয়রা হুশিয়ারি দিলে স্থানীয়দের বেআইনিভাবে মদের দোকান ও ঠেক চালানো ব্যক্তিরা পাল্টা বলেন পুলিশের অনুমতি নিয়েই আমরা চালাচ্ছি। পুলিশ প্রশাসন সব জানে। পুলিশকে বলে কোন লাভ হবে না। আজকে বন্ধ করলে পরবর্তীতে ফের আমরা চালাবো। পুলিশের বিরুদ্ধেও এমন অভিযোগ উঠল স্থানীয়দের পক্ষ থেকে। ফলে পুলিশ প্রশাসনের ওপর আস্থা হারিয়ে আজ অর্থাৎ মঙ্গলবার দুপুরে আশেপাশে অঞ্চলের মহিলারা একত্রিত হয়ে ঝাঁটা, লাঠি-সোটা হাতে নিয়ে বেআইনিভাবে গজিয়ে ওঠা ওই মদের ঠেক ও দোকানে ভাঙচুর চালায়। ভেঙে গুঁড়িয়ে দেয় বেআইনি মদের ঠেক ও দোকান। জনরোষ দেখে বেআইনি মদের ঠেক ও দোকানদাররা সব ফেলে ঘটনাস্থল থেকে চম্পট দেয়। দোকানে মদ পান করতে আসা ব্যক্তিরাও ছুটে পালায়।
জানাযায় চাকদা থানায় খবর পেয়েও ঘটনাস্থলে আসেনি পুলিশ। কারণ পুলিশের বিরুদ্ধেও মানুষের মধ্যে একটা প্রতিবাদী জনরোষ তৈরি হয়েছে। এই ঘটনায় এলাকার ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় মহিলাদের দাবি অবিলম্বে পুলিশ প্রশাসন যদি এর বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে খুব শীঘ্রই আমরা চাকদা থানা ঘেরাও করব এই বেআইনি মদ বন্ধ করার প্রতিবাদে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here