নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ১ মার্চ: – সাব পোস্ট অফিসে তালা মারল বাড়ির মালিক৷ যার ফলে শুক্রবার সকাল থেকে দিনভর বন্ধ থাকল পোস্ট অফিস। এদিন ঘটনায় চাঞ্চল্য ছড়াল বালুরঘাট শহরের হিলি মোড় এলাকার নারায়ণপুর সাব পোস্ট অফিসে। এদিকে এনিয়ে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পোস্ট অফিসের পোস্ট মাস্টার রঞ্জিত কুমার রায়। এদিকে দিনভর পোস্ট অফিস বন্ধ থাকার ফলে সমস্যায় পড়েন গ্রাহকরা। কাজ করতে এসে খালি হাতেই ঘুরে যেতে হয়। যদিও বাড়ির মালিক লক্ষ্মী সাহার দাবি গত বছর নভেম্বর মাসে পোস্ট অফিসের সঙ্গে বাড়ি ভাড়া দেওয়ার কনট্রাক্ট শেষ হয়েছে৷ সামনেই ছেলের বিয়ে। সেই কারণে গোটা বাড়ির কাজ করাবেন তিনি। তাই কন্ট্রাক্ট শেষ হওয়ার মাস খানেক আগে পোস্ট অফিসকে লিখিত ভাবে জানিয়েছেন। তার পরেও কোন সদুত্তর দেওয়া হয়নি৷ এমনকি গত দুমাসের ভাড়াও দেওয়া হয়নি। এনিয়েই পোস্ট অফিস কর্তৃপক্ষকে লিখিত ভাবে জানান ১ তারিখ থেকে বাড়িতে পোস্ট অফিসের ঘর খুলতে দেবেন না। সেই কারণে আজ তালা মেরেছেন। যদিও এবিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি বলেই পোস্ট মাস্টার রঞ্জিত কুমার রায় জানিয়েছেন। এদিকে পুরো বিষয়টি খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।