পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গেট পাস নিয়ে গেঁড়াকলে কারখানার শ্রমিকরা। হলদিয়ায় নামকরা পূর্ব মেদিনীপুর জেলার কারখানার শ্রমিকদের এমন দশা। কার্যতো শ্রমিকদের গেটে ঢুকতেই দিল না কারখানার সিকিউরিটি। এমন ঘটনায় শ্রমিকরা চাঞ্চল্য ছড়ালো হলদিয়ার পেট্রো কেমিক্যালস গেটে। হলদিয়া পেট্রো কেমিক্যাল গেটের সামনেই শ্রমিক বিক্ষোভ। এই কারখানার কর্মরত শ্রমিক, অথচ তাদের হাতে বৈধ গেট পাস নেই। প্রায় দেড় হাজার শ্রমিকদের কারখানার গেটের ভেতরে ঢুকতেই দিল না নিরাপত্তা রক্ষীরা। সকালে মর্নিং শিফটে এমন ঘটনায় হলদিয়া পেট্রোকেমিক্যাল গেটের সামনে বিক্ষোভ দেখালো শ্রমিকরা। প্রসঙ্গত, হলদিয়া পেট্রোকেমিক্যালস এর দেড় হাজার শ্রমিক, তাদের গেট পাশ ৩১ শে জানুয়ারি ভালিডিটি শেষ হয়ে গেছে। নতুন করে গেট পাস দিচ্ছে না কারখানার কর্তৃপক্ষ। সেই গেট পাস নিয়েই এতদিন কারখানায় কাজ চলছিল। আজ পয়লা মার্চ মর্নিং শিপ থেকেই সিকিউরিটিরা কোন মতেই ঢুকতে দিলো না কারখানায়। শ্রমিকদের অভিযোগ, তিন মাস অন্তত তাদের গেট পাশ রেনুয়াল হয়। তাদের গেট পাস রেনুয়ালের জন্য বারবার বলেও কর্তৃপক্ষ কর্ণপাত করেননি। এমনকি তাদের ৯ মাস হয়ে গেল চাটার ডিমান্ড নিয়ে কোন কর্ণপাত করেননি। কারখানার উৎপাদন ব্যাহত হবে, তাই তড়িঘড়ি কারখানা কর্তৃপক্ষ এবং নিরাপত্তা রক্ষীদের সঙ্গে কথাবার্তা চলছে। বিষয়টি নিয়ে কোন শ্রমিক সংগঠন এগিয়ে আসেনি। বিজেপির বিধায়ক তাপসী মন্ডল দাবি করেছেন, কারখানার শ্রমিকদের জোর করে তাদের সংগঠনে আনার জন্য এমন প্রক্রিয়া চালাচ্ছে শাসক দল তৃণমূল। সামনে লোকসভা নির্বাচন, তৃণমূলের নেতাদের পকেট গরম করার জন্য নয়া কৌশল।
Home রাজ্য দক্ষিণ বাংলা গেট পাস নিয়ে গেঁড়াকলে কারখানার শ্রমিকরা। হলদিয়ায় নামকরা কারখানার শ্রমিকদের এমন দশা।