প্রকৃতপক্ষে ১০০ দিনের কাজের টাকার সঠিক প্রাপকদের না দিয়ে ভুয়ো জব কার্ড ধারীদের দেওয়া হচ্ছে,এই অভিযোগ তুলে বিক্ষোভ স্থানীয়দের।

0
44

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  প্রকৃতপক্ষে ১০০ দিনের কাজের টাকার সঠিক প্রাপকদের না দিয়ে ভুয়ো জব কার্ড ধারীদের দেওয়া হচ্ছে কেনো? এই প্রশ্ন তুলে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের জুমকি-বটতলা বাস স্ট্যান্ডে পথ অবরোধ করে বিক্ষোভ দেখোলো স্থানীয় এলাকার বাসিন্দারা। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ১ মার্চ সারা রাজ্যে ১০০ দিনের কাজের টাকার প্রাপকদের শুভেচ্ছা বার্তা দেওয়ার কথা ঘোষণা করে ছিলেন মুখ্যমন্ত্রী। সেই কর্মসূচি অনুযায়ী শুক্রবার বিকেলে জুমকি গ্রাম সংসদ সভার আয়োজন করে ছিল স্থানীয় গ্রাম পঞ্চায়েত। সভা চলাকালীন এগরা ১ ব্লক প্রশাসনিক আধিকারিককে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় এলাকাবাসী। এলাকাবাসীর দাবী সঠিক প্রাপক যারা ১০০ দিনের কাজ করেছে তাঁদের ব্যাংক একাউন্টে না ঢুকে, ৮০ ঊর্ধ বয়স্ক মানুষ, যারা কোনো কাজ করেনি, এমনকি মৃত মানুষের একাউন্টে টাকা ঢুকছে বলে অভিযোগ এলাকাবাসীর। এদিন এই ঘটনার প্রতিবাদে এগরা- রামনগর রাজ্য সড়কের জুমকি-বটতলা বাস স্ট্যান্ডে বেশ কয়েক ঘন্টা পথ অবরোধ করে রাখেন স্থানীয় এলাকার বাসিন্দারা। পথ অবরোধ কর্মসূচির নেতৃত্বে ছিলেন জুমকি অঞ্চল বিজেপির এগরা ২ মন্ডলের মহিলা মোর্চার সভানেত্রী সুমনা কর মাইতি ও এগরা ২ মন্ডলের সভাপতি বিমল শিট, অমিয়াংশু সাউ। ঘটনার খবর এগরা থানার পুলিশ এসে ঘটনা স্থলে পৌছায়। অবশেষে পুলিসি মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে স্থানীয় তৃণমূল নেতা উদয় শঙ্কর সর জানিয়েছেন, ২ বছর ধরে কেন্দ্র সরকার ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না। মুখ্যমন্ত্রী মমতার নিজ উদ্যোগে রাজ্য সরকারের নিজস্ব তাহবিল থেকে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে টাকা দেওয়া হচ্ছে, সেটা বিজেপি সহ্য করতে পারছে না, তাই ইচ্ছাকৃত ঝামেলা লাগানোর চেষ্টা করছে। কিন্তু এগরা ২ মন্ডলের বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী সুমনা কর মাইতি জানিয়েছেন, তৃণমূল বেছে বেছে ভুয়ো জব কার্ড ধারীদের একাউন্টে টাকা দিচ্ছে। অথচ যারা প্রকৃতপক্ষে প্রাপক তাদের একাউন্টে টাকা ঢুকছে না। তবে অবিলম্বে এই সমস্যার সমাধান না হলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।