দিনের বেলায় গরুর গোয়ালে ভয়াবহ আগুন, অল্পের জন্য প্রাণে বাচলো গৃহপালিত পশু, ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

0
44

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  দিনের বেলায় গরুর গোয়ালে ভয়াবহ অগ্নিকাণ্ড, বিচুলির গাদায় আগুন লেগে আগুনে পুড়ে ছারখার হয়ে যায় টিনের চালার ঘর, অল্পের জন্য প্রাণের বাঁচে গৃহপালিত পশু, ঘটনাস্থলে ছুটে গিয়ে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করে স্থানীয়। ঘটনাটি শনিবার নদীয়ার শান্তিপুর সুত্রাগড় অঞ্চলের ষড়ভুজ বাজার সংলগ্ন এলাকার। স্থানীয়দের দাবি, রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদের নজরে পড়ে, এরপরে ছুটে যায় এলাকার লোকজন। গোয়ালে বাঁধা গরুর দড়ি কেটে দিয়ে সরিয়ে নেওয়া হয় গরুগুলি, তৎক্ষণাৎ বালতি দিয়ে জল নেভানোর চেষ্টা করে স্থানীয়রা। খবর দেওয়া হয় ডোমকল অফিসে তড়িঘড়ি দমকল অফিসের কর্মীরা একটি ইঞ্জিন নিয়েসে পুরো আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে এই ঘটনায় ঘটনাস্থলে ছুটে যান শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ, এছাড়াও শান্তিপুর থানার পুলিশ গিয়ে আগুন কিভাবে লাগলো তা জানার চেষ্টা করে। স্থানীয়দের প্রাথমিক ধারণা, ওই গোয়াল ঘরের পাশেই গরুর খাবার রান্না হচ্ছিল আর সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে। তবে লাগোয়া বেশ কয়েকটি বাড়িতে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা ছিল প্রবল, সঠিক সময়ে দোমকল বাহিনী পৌঁছানোই বড়সড় দুর্ঘটনা হাত থেকে রক্ষা পাওয়া গেল বলে, জানান স্থানীয়রা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here