সন্দেশখালীর ঘটনা নিয়ে সরব হলো বাম মহিলা সংগঠন।

0
47

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, দক্ষিন দিনাজপুর:- সন্দেশখালীর ঘটনা নিয়ে সরব হলো বাম মহিলা সংগঠন। এদিন বামফ্রন্টের বিভিন্ন মহিলার সংগঠনের পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে প্রতিবাদ মিছিল করে এসে বালুরঘাট থানা ঘেরাও করা হয়।

ইতিমধ্যে সন্দেশখালি ত্রাস শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছে। শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পুলিশের দীর্ঘসূত্রিতা নিয়ে ভবের পাশাপাশি তার কঠোর শাস্তির দাবি তোলা হয়। পাশাপাশি সন্দেশখালি এলাকায় লুটপাট, জমি দখল ও মহিলাদের ধর্ষণ ও শ্লীলতাহানির ঘটনায় তদন্তের দাবি জানিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহনের দাবি জানানো হয় বিভিন্ন বাম মহিলা সংগঠনের পক্ষ থেকে। উপরোক্ত দাবিতে এদিন বালুরঘাট থানায় বিক্ষোভের পাশাপাশি ডেপুটেশন দেন আন্দোলনকারীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here