বেশকিছু দাবি-দবা নিয়ে গঙ্গারামপুর থানায় ডেপুটেশন প্রদান করলো আদিবাসী সেঙ্গেল অভিযান গঙ্গারামপুর ব্লক কমিটি।

0
41

নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর: – বেশকিছু দাবি-দবা নিয়ে গঙ্গারামপুর থানায় ডেপুটেশন প্রদান করলো আদিবাসী সেঙ্গেল অভিযান গঙ্গারামপুর ব্লক কমিটি। শনিবার দুপুরে ডেপুটেশনকে সামনে রেখে গঙ্গারামপুর চৌপতি থেকে একটি মিছিল বের করে আদিবাসী সেঙ্গেল অভিযানের সদস্যরা।এরপর মিছিলটি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে থানার সামনে এসে জমায়েত হয়।সেখানেই বেশ কিছু দাবে দবাকে সামনে রেখে বিক্ষোভ প্রদর্শন করে সংগঠনের সদস্যরা।এরপর পাঁচ জনের এক প্রতিনিধি দল আইসি শান্তনু মিত্রের সাথে সাক্ষাৎ করে তাদের দাবি দাবাগুলো তুলে দেন।এ বিষয়ে সংগঠনের জেলা সভাপতি পরিমল মার্ডি জানান।