দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ৪ঠা মার্চ সোমবার বিকেলে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে নির্মিত বালুরঘাট পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বেলাইন সিং পাড়ায় দক্ষিণ দিনাজপুর জেলার ভূমিপুত্র তথা পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বিপ্লব মিত্র নারকেল ফাটিয়ে রাস্তা নির্মাণ – এর শুভ শিলান্যাস করলেন। অনুষ্ঠানের শুরুতে স্থানীয় এলাকার ক্ষুদে শিল্পীদের দ্বারা একটি নৃত্যানুষ্ঠান হয়। মন্ত্রী বিপ্লব মিত্র বক্তব্য রাখতে গিয়ে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন উন্নয়নের পাশাপাশি জনকল্যাণমূলক প্রকল্পের বিষয়গুলি সকলের সামনে তুলে ধরেন। রাস্তা নির্মাণ – এর শুভ শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র, প্রাক্তন চেয়ারম্যান রাজন শীল, পৌরসভার এম সি আই সি বিপুল কান্তি ঘোষ, পৌরসভার এম সি আই সি অনোজ সরকার, ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুশ্রী মহন্ত, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিখা মহন্ত সাহা চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী শার্দুল মিত্র, বিশিষ্ট সমাজসেবী প্রীতম রাম মন্ডল প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা।