নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- —মালদহের বামনগোলার গোবিন্দপুর-মহেশপুর গ্রাম পঞ্চায়েতের মালডাঙা থেকে দীর্ঘ ৫ কিমি রাস্তা অত্যন্ত বেহাল। ওই পথে যেতে চান না কোনও অ্যাম্বুল্যান্স চালক।বেহাল রাস্তা সংস্কারের দাবিতে অতীতে চারবার রাস্তা অবরোধও করেছেন গ্রামবাসীরা। কিন্তু রাস্তার হাল ফেরেনি বলে অভিযোগ।অবশেষে রবিবার নারকেল ফাটিয়ে ফিতে কেটে রাস্তার উদ্বোধন করলেন,মালতীপুর বিধান সভার বিধায়ক তথা মালদা জেলা তৃনমুল কংগ্রেসের জেলা সভাপতি রহিম বক্সী,এছাড়াও উপস্থিত ছিলেন- জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ,অতিরিক্ত জেলাশাসক অনিন্দ্য সরকার,রতুয়ার বিধায়ক সমর মুখার্জি,বামনগোলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক সরকার,মালদা জেলা পরিষদের কর্মদক্ষ পূর্ণিমা বারুই দাস,বামনগোলা পঞ্চায়েত সমিতি সভাপতি,সহ তৃণমূলে কর্মী সমর্থকরা।প্রায় চার মাস আগে,মালডাঙ্গা গ্রামে গুরুতর অসুস্থ মামণি রায় নামে রোগীকে খাটিয়া করে নিয়ে যাওয়ার চেষ্টা করে অসহায় পরিবার। কিন্তু, শেষরক্ষা হয়নি ওই রোগীর। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় রোগীর। মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছিলো মালদা জেলা সহ বামনগোলা এলাকা।খাটিয়ায় রোগীকে নিয়ে হাসপাতালে যাওয়ার, ওই ভিডিও সোশ্যাল সাইটে ভাইরাল হতেই এলাকায় শোরগোল পড়ে গিয়েছিলো। নাড়কেল ফাটিয়ে ফিতা কেটে প্রায় সাড়ে চার কোটি টাকার ব্যয়ে আজ রাস্তা উদ্বোধন করা হয়।বক্তব্য রাখতে গিয়ে নাম না করে বিজেপির সাংসদ ও বিধায়ক কে কটাক্ষ করে বলেন আলুর বস্তায় যেমন দু চারটে পচারও থাকে তেমনি রয়েছে মালদায়। সেই সব পচা আলুকে বাছাই করে বাদ দিতে হবে।মুখ্যমন্ত্রী কথা দেয় এবং কথা রাখে আমরা এসে এই রাস্তা হবার কথা দিয়ে গিয়েছিলাম।তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রহিম বক্সি বলেন
আজ আমরা বামনগোলা ব্লকে মালডাঙ্গা, রাস্তার কাজের শুভ সূচনা করা হলো।উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রায় সাড়ে চার কোটি টাকার ব্যয়ে এ রাস্তা তৈরি করা হচ্ছে। গ্রামবাসীকে কথা দেওয়া হয়েছিল সেই কথা রাখা হয়েছে ।উত্তর মালদার সাংগঠনিক জেলার সহ-সভাপতি বিনা সরকার কীর্তনীয়া – অন্যদিকে বিজেপির তরফ থেকে অভিযোগ করে বলেন রাস্তার সংসদের তহবিলের টাকা শাসক দল ব্যর্থ ভোটের আগে ভোট নেওয়ার আশায় ছুটে আসছি গ্রামে মানুষ তার জবাব দিবে।মৃতার মামণি রায়ের স্বামী কার্তিক রায় অভিযোগ করে বলেন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আর মেয়ে রয়েছে প্রায় চার বছরের তার দায়িত্ব নেওয়া হবে বলে জানিয়েছিলেন নেতারা এছাড়াও ঘর দেওয়া হবে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিলো কিন্তু কিছুই।গ্রামবাসীরা অভিযোগ করে বলেন আজ রাস্তার শুভ সূচনা হলো ভোটের আগে কিন্তু রাস্তা কি আজ হবে না ভোটের জন্য এই রাস্তার উদ্বোধন।
Home রাজ্য উত্তর বাংলা রবিবার নারকেল ফাটিয়ে ফিতে কেটে রাস্তার উদ্বোধন করলেন,মালতীপুর বিধান সভার বিধায়ক তথা...