রাতের অন্ধকারে অসুস্থ এক মহিলার মশারিতে পাটকাঠি দিয়ে আগুন ধরানোর চেষ্টার অভিযোগ উঠল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে।

0
78

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রাতের অন্ধকারে অসুস্থ এক মহিলার মশারিতে পাটকাঠি দিয়ে আগুন ধরানোর চেষ্টার অভিযোগ উঠল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে নদিয়ার চাকদা থানার চাদুরিয়া ঘোষপাড়া এলাকায়। অভিযোগ ,ওই এলাকার বাসিন্দা, জয়ন্তী দাস গতকাল কৃষ্ণনগরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কে দেখতে বিজেপির জন সভায় গিয়েছিলেন। এরপর স্বাভাবিক আর পাঁচটা দিনের মত এই দিন রাতের খাওয়া-দাওয়া সেরে বাড়ির বারান্দায় একটি চৌকিতে মশারি টাঙিয়ে শুয়ে পড়েন তিনি। অভিযোগ গভীর রাতে জানালার ফাঁক দিয়ে জলন্ত পাটকাঠি দিয়ে তার মশারিতে আগুন ধরানোর চেষ্টা করে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। ফলে আগুন লেগে মশারির বেশ কিছুটা অংশ পুড়ে যায়। মশারির পোড়া অংশ গলে ওই মহিলার হাতে পড়ে হাতের বেশ কয়েকটি জায়গায় ফোসকা পড়ে যায়। এই পরিস্থিতিতে তার চেঁচামেচি শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। তবে আগুন ধরানোর ঘটনায় জড়িত রয়েছে এমন কাউকে আক্রান্ত মহিলা সহ এলাকাবাসীরা কেউ দেখতে পাননি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় চাকদা থানার পুলিশ। আক্রান্ত মহিলা, জয়ন্তী দাস বলেন, এদিন মধ্য রাতে তিনি যখন ঘুমাচ্ছিলেন সেই সময় কেউ বা কারা জানালার ফাঁক দিয়ে জ্বলন্ত পাটকাঠি ঘরের ভেতরে ঢুকিয়ে তাঁর মশারিতে আগুন লাগানোর চেষ্টা চালায়। তবে কে বা কারা কি উদ্দেশ্য নিয়ে এই ঘটনা ঘটিয়েছে সেই বিষয়ে কিছু জানেন না তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িকভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয় ওই এলাকায়। ঘটনাটির তদন্ত শুরু করেছে চাকদা থানার পুলিশ।