শিব চতুর্দশী উপলক্ষ্যে আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বর শিব মন্দিরে শিবের মাথায় জল ঢেলে শিব চতুর্দশীর শুভ সূচনা করা হয়।

0
42

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- আগামী ৮ই মার্চ শুক্রবার রাত আট টা থেকে শুরু হচ্ছে শিব চতুর্দশী উৎসব। শিব চতুর্দশী উপলক্ষ্যে আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বর শিব মন্দিরে শিবের মাথায় জল ঢেলে শিব চতুর্দশীর শুভ সূচনা করা হয়। শিব চতুর্দশীর উপলক্ষ্যে জটেশ্বরে চলবে জম-জমাট মেলা।উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, দূর-দূরান্ত থেকে বহু ভক্তরা জটেশ্বর শিব মন্দিরে শিবের মাথায় জল ঢালতে আসেন। বিভিন্ন প্রান্তের থেকে লক্ষাধিক ভক্ত শিব চতুর্দশীর উপলক্ষ্যে মন্দিরে উপস্থিত হন। ঐতিয্যবাহী এই মন্দিরে বহু বছর ধরেই শিব চতুর্দশী উপলক্ষ্যে অনুষ্ঠিত হয় জমজমাট মেলা। ইতিমধ্যে বিভিন্ন জিনিসের দোকান পাঠ আসতে শুরু করেছে জটেশ্বর গরুহাটি ময়দানে। এই মেলা শুরু হবে আগামী ১০ ই মার্চ রবিবার থেকে। ওই ঐতিহ্যবাহী মেলাকে ঘিরে প্রস্তুতি চলছে জোরকদমে।