পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের ব্যানারে এদিন আন্দোলন সংগঠিত হয় বালুরঘাট শহরে।

0
40

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- কেন্দ্রীয় ও রাজ্য বাজেটে অবহেলিত। বারবার বঞ্চিত হওয়ার প্রতিবাদে মঙ্গলবার আন্দোলনে নামল আশা কর্মীরা। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের ব্যানারে এদিন এই আন্দোলন সংগঠিত হয় বালুরঘাট শহরে। যেখানে সামিল হয় কয়েকশো আশা কর্মী। এদিন আন্দোলনকারীরা বালুরঘাট শহরে একটি বিক্ষোভ র‍্যালি করে প্রথমে। এরপর জেলা মূখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে ডেপুটেশন দেয়। ঘটনাকে ঘিরে প্রচুর পুলিশ ও মহিলা পুলিশ মোতায়েন করা হয় ওই কার্যালয়ে।
আন্দোলনকারীরা জানান, কেন্দ্র ও রাজ্য বাজেটে আশা কর্মীদের জন্য কোনো বরাদ্দ হয়নি। তাদের ২৪ ঘন্টা শ্রম দিতে হয়। তারপরেও তারা উপেক্ষিত। মাঝেমধ্যে মেডেল সন্মান দিয়ে খুশি করা হয়। কিন্ত তাদের নেই স্থায়ী বেতন। স্থায়ীকরণ, পিএফ চালু সহ অনান্য সরকারি কর্মীদের মত তাদের সুযোগ সুবিধা দেওয়ার দাবি রয়েছে তাদের।