নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ- বৃহস্পতিবার বাঁকুড়া হিন্দু হাইস্কুল ময়দানে বাঁকুড়া সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি রক্তদান শিবিরের পাশাপাশি আগামী ১০ই মার্চ ব্রিগেড সমাবেশের একটি প্রচার সভার আয়োজন করা হয় সাথে সাথে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।সেই অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত হয় রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ। খোলামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে ৪২ এ ৪২ শূন্য হুমকি দেবার পাশাপাশি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও এক হাত নেন। তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগদান সম্পর্কে বলেন বিচার ব্যাবস্থার অবস্থা ভাবুন! তবে তৃনমূল কংগ্রেস এসবে ভয় পায়না তিনি যেখান থেকেই দাঁড়াক তাঁর জামানত বাজেয়াপ্ত করে ছাড়বো। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচার ব্যবস্থার কলঙ্ক ছিলেন,এতদিন ভাবতাম তিনি নিরপেক্ষ রায় দান করতেন,এখন জানলাম তাঁর সব রায় বিজেপির দ্বারা প্রভাবিত ছিল”। এতদিন মানুষের জন্য বিচার করতেন এবার মানুষ আপনার বিচার করবেন।
লোকসভা ভোট যতই এগিয়ে আসছে সরগরম হচ্ছে বাঁকুড়া জেলার রাজনীতি। রাজনৈতিক তর্ক বিতর্কে গরম হচ্ছে জেলার প্রত্যেকটা প্রান্ত। এখন শুধু দেখার বিষয় এটাই আসন্ন লোকসভা নির্বাচনে কে শেষ হাসিটাকে হাসে।