বুনিয়াদপুরে রেলের যে জমি রয়েছে সেখানে জাতীয় মানের একটি স্টেডিয়াম তৈরি করা হবে : সুকান্ত ভট্টাচার্য।

0
39

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর:- লোকসভা ভোটের প্রাক্কালে, ফ্রিজ হয়ে যাওয়া রেল প্রকল্প ডি-ফ্রিজ রেল মন্ত্রকের। এদিন বালুরঘাটের সংসদ সুকান্ত মজুমদার জানান, বুনিয়াদপুর থেকে কালিয়াগঞ্জ নতুন রেললাইন প্রকল্পের কাজ জমি অধিগ্রহণের আগেই বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন বন্ধ থাকার পর, দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দাদের দাবি মেনে, ওই রেল প্রকল্প পুনরায় চালু করার উদ্যোগ নেন বালুরঘাট লোকসভার সংসদ সুকান্ত মজুমদার। পাশাপাশি তিনি আরো জানান, বুনিয়াদপুরে রেলের যে জমি রয়েছে সেখানে জাতীয় মানের একটি স্টেডিয়াম তৈরি করা হবে।
তৃণমূলের পক্ষ থেকে বিষয়টিকে লোকসভা ভোটের আগে শুধুমাত্র রাজনৈতিক চমক বলে কটাক্ষ করা হয়েছে।।

এই নিয়ে তিনি লোকসভাতে বক্তব্য রাখেন। পাশাপাশি রেলমন্ত্রীর কাছে তদ্বির করেন। অবশেষে রেল মন্ত্রক বুনিয়াদপুর কালিয়াগঞ্জ রেল প্রকল্প ডি-ফ্রিজ করেছে বলে এদিক জানা যায়। সুকান্ত মজুমদার জানান, জেলাবাসীর কাছে সুখবর যে ওই রেল প্রকল্পের কাজ চালু হতে চলেছে।
অন্যদিকে বুনিয়াদপুরে রেলের যে জমি রয়েছে সেখানে তিন হেক্টর জমি স্টেডিয়াম তৈরির জন্য রেল দপ্তর ক্রীড়া দপ্তরের হাতে তুলে দিতে চলেছে। সাংসদ সুকান্ত মজুমদার জানান, বুনিয়াদপুরে রেলের জমিতে জাতীয় মানের স্টেডিয়াম তৈরির জন্য ক্রীড়া দপ্তরকে জানানোর পর ক্রীড়া দপ্তর রেল দপ্তরের কাছে জমির আবেদন করলে, রেল দপ্তর ক্রীড়া দপ্তরকে তিন হেক্টর জমি দিতে সম্মত হয়েছে।

যদিও তৃণমূলের পক্ষ থেকে বিষয়টিকে লোকসভা ভোটের আগে রাজনৈতিক চমক বলেই কটাক্ষ করা হয়েছে। তৃণমূল জেলা সহ-সভাপতি সুভাষ চাকী জানান, কোন প্রকল্প চালু করতে গেলে তা বাজেটে বরাদ্দ করতে হয়। বুনিয়াদপুর- কালিয়াগঞ্জ রেল প্রকল্পে এবারের বাজেটে কোন আর্থিক বরাদ্দ হয়নি। ভোটের আগে বিজেপি রাজনৈতিক চমক দিয়ে ভোট বৈতরণী পার হতে চাইছে।