২০২৫ সালের মধ্যে সারা বাংলা থেকে টিবি উৎখাত করতে টিবি মুক্ত বাংলা গঠনের উদ্দেশ্যে টিবি মুক্ত পঞ্চায়েত প্রচার অভিযান।

0
45

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ ২০২৫ সালের মধ্যে সারা বাংলা থেকে টিবি উৎখাত করতে টিবি মুক্ত বাংলা গঠনের উদ্দেশ্যে টিবি মুক্ত পঞ্চায়েত প্রচার অভিযান। বৃহস্পতিবার বাঁকুড়া জেলার ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালের পক্ষ থেকে এই কর্মসূচি নেওয়া হয়। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ৫২ জন রোগিকে পুষ্টিকর খাবার তুলে দেওয়া হয় এবং বোঝানো হয় টিবি রোগ কি! টিবি রোগ হলে কি কি করতে হবে! কি খেতে হবে! সব কিছুই বোঝানো হয় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। ডিস্ট্রিক্ট টিউবারকিউলেসিস অফিসার ড:তন্ময় কুমার ঘোষ, ছাতনার বিএমওএইচ ড: অর্চনা কুণ্ডু, ছাতনা সুপার স্পেশালিটি হসপিটালের ল্যাব ইনচার্জ ড: বিধান চন্দ্র নায়ক, ছাতনা সুপার স্পেশালিটি হসপিটালের এসিস্ট্যান্ট সুপার তমাল বসু, সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার দেবাশীষ দাস মোদক সহ বিশিষ্ট ডাক্তারবাবুগণ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।