নদীয়া, নিজস্ব সংবাদদাতা: – রাজ্য কো-অর্ডিনেশন কমিটির কোচবিহার থেকে কলকাতা অধিকার যাত্রা আজ নদীয়ার রানাঘাটে আগামী ১৪ই মার্চ নবান্ন অভিযান।
রাজ্য কো অডিশন কমিটি কেন্দ্রীয় কমিটির নির্দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা শুন্য পদ নিয়োগ স্বচ্ছতা ও সহ নানা দাবী দাওয়া নিয়ে দিন আইন অধিকার যাত্রা অনুষ্ঠিত হয় রানাঘাটে। এদের রানাঘাট থেকে এই যাত্রা গোটা রানাঘাট শহর পরিক্রমা করে কলকাতার অভিমুখে রওনা হয়। এই যাত্রা কোচবিহার থেকে শুরু হয়ে ১০ই মার্চ শেষ হবে এবং ১৪ই মার্চ নবান্ন অভিযান করা হবে বলে জানা যায়।
রাজ্য কো-অর্ডিনেশন কমিটি রানাঘাট মহকুমা সম্পাদক সৌমেন্দু চক্রবর্তী জানান, “রাজ্য কো-অর্ডিনেশন কমিটি কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে চার দফা দাবিতে বিভাজনের রাজনীতি বন্ধ করে সারা রাজ্যে এবং সারা দেশের গণতন্ত্র পুনর প্রতিষ্ঠা করা। স্থায়ী শূন্য পদে স্বচ্ছতার সাথে নিয়োগের দাবিতে এবং অস্থায়ী কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ করার দাবিতে এছাড়াও বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে এই অধিকার যাত্রা চলছে। এই অভিযান কোচবিহার থেকে শুরু হয়ে আগামী ১০ই মার্চ দক্ষিণ ২৪ পরগনা সাগরদিঘী পর্যন্ত চলবে এবং ১৪ই মার্চ নবান্ন অভিযান করা হবে।”