পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নং ব্লকের আড়গোয়াল গ্রাম পঞ্চায়েত এলাকায় সাধারণ মানুষের চাহিদা পুরনে একসঙ্গে তিনটি উন্নয়ন মুলক প্রকল্পের কাজের উদ্বোধন। এলাকাবাসী দির্ঘ দিনের দাবি পুরন হলো সরকারি মুখ্যমন্ত্রী নাম্বারে যোগাযোগ করে, মিছেলে সুফল রাজ্য সরকারের বরাদ্য টাকায় জনবহুল এলাকায়, যাতায়াতের জন্য একটি ব্রিজ, একটি কংক্রিটের রাস্তা ও ভঙ্গ প্রায় স্কুল বিল্ডিং এর নব নির্মাণ এর কাজে, এই দিন উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। আড়গোয়াল গ্রাম পঞ্চায়েত এর প্রধান মালেক আলি জানান আজ সাধারণ মানুষ দাবি পুরনে তিনটি কাজের উদ্বোধন হলো এই প্রকল্প গুলো সরাসরি মুখ্যমন্ত্রি নাম্বারে ফোন করে এই টাকা বরাদ্দ হয়েছে। আড়গোয়ার থেকে উত্তর সন্দলপুর, সাতসতমাল ও পাঁচটি গ্রামের যাতায়াত এর রাস্তায় খালের ওপর ২ কোটি টাকা ব্যয়ে ব্রিজ নির্মাণ, মঙ্গলচক ও কয়েকটি গ্রামের যাতায়াত এর রাস্তা ৪৪ লক্ষ ৯৫ হাজার টাকা ব্যয়ে নির্মান ও ইচ্ছাবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ভঙ্গ প্রায় বিল্ডিং ভেগে নতুন বিল্ডিং ২৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মান করা হবে। এই প্রকল্প গুলি উদ্বোধনে খুশি এলাকার মানুষ। এছাড়া এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটাশপুর ২ নং ব্লকের Bdo শঙ্খ ঘটক, আড়গোয়াল গ্রাম পঞ্চায়েত এর প্রধান মালেক আলি, প্রাপ্তন উপ প্রধান অপরেস সাঁতরা, জেলা পরিষদ সদস্য গোলকেশ নন্দ গোস্বামি।
Home রাজ্য দক্ষিণ বাংলা সরাসরি মুখ্যমন্ত্রী নাম্বারে ফোন করে মিলেছে সাড়া, সাধারণ মানুষের চাহিদা পুরনে এক...