এবার আলিপুরদুয়ার শহরের ৩১ ফুটের শিবঠাকুর।

0
83

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- এবার আলিপুরদুয়ার শহরের ৩১ ফুটের শিবঠাকুর। যা দেখতে ইতিমধ্যে ভীড় করেছেন পুন্যার্থীরা। আলিপুরদুয়ার জেলার পাশাপাশি অন্য জেলা থেকে বহু পুন্যার্থী আসছেন ওই ৩১ ফুটের শিব ঠাকুর দর্শন করতে। উদ্যেক্তারা জানিয়েছেন,প্রতিবছরই পালা করে এখানে শিবের পুজো হয়।করোনার জন্য দু’বছর বন্ধ ছিল।তারপর ফের শুরু হয় প্রভাত সংঘের শিব পুজো। এবার শিব ঠাকুর ৩১ ফুটের। এটাই উত্তরবঙ্গের মধ্যে সব চেয়ে বড় বলে উদ্যেক্তাদের অভিমত।একদিকে চলছে শিবলিঙ্গে জল ঢালা। অন্যদিকে ৩১ ফুটের শিব দর্শন ভিন্ন মাত্রা এনে দিয়েছে। ক্লাবের তরফে হাজার হাজার মানুষের মধ্যে শুরু হয়েছে প্রসাদ বিতরন। ক্লাবের তরফ থেকে করা হয়েছে ভান্ডারা। ৩১ ফুটের শিবঠাকুরের মূর্তি দেখে খুশি মানুষ।