দক্ষিন দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের আমিনপুরে প্রকাশ্য জনসভা করলেন ISF নেতা নওশাদ সিদ্দিকী।

0
51

নিজস্ব সংবাদদাতা, কুশমন্ডি: – লোকসভা নির্বাচনের দিন ঘোষনা এখন শুধু সময়ের অপেক্ষা। ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বেশকিছু আসনে প্রার্থী ঘোষনা করা হয়েছে। শাসক দলের প্রার্থী ঘোষনা না হলেও জোর কদমে নির্বাচনী প্রচারের প্রস্তুতি শুরু হয়েছে তৃণমুল কংগ্রেস। এরই মাঝে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিন দিনাজপুর জেলার কুশমন্ডিতে প্রকাশ্য জনসভা করতে আসলেন ISF বিধায়ক নওশাদ সিদ্দিকী। শনিবার কুশমন্ডি ব্লকের আমিনপুরে জনসভার আয়োজন করা হয়। যেখানে ISF নেতা নওশাদ সিদ্দিকী ছাড়াও উপস্থিত ছিলেন জেলার ISF নেতা কর্মীরা।এদিনের এই জনসভা থেকে রাজ্য সরকারের বিরূদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হন নওশাদ সিদ্দিকী। সেইসঙ্গে কেন্দ্র সরকারের বিরূদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন তিনি।*

প্রসঙ্গত আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে গোটা দেশের পাশাপাশি রাজ্যজুড়ে শুরু হয়েছে রাজনৈতিক দলগুলির প্রস্তুতি। ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করে প্রচার শুরু করেছে।তৃণমুল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী তালিকা প্রকাশ করা না হলেও নির্বাচনী প্রচারের প্রস্তুতি শুরু করেছে। পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলগুলির তৎপরতা তুঙ্গে উঠেছে। এরই মধ্যে শনিবার দক্ষিন দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের আমিনপুরে প্রকাশ্য জনসভা করলেন ISF নেতা নওশাদ সিদ্দিকী।