নদীয়ায় আবারো ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনে পুড়ে ছারখার গোটা একটি পোল্টির ফার্ম, তিন হাজারের বেশি মৃত্যু হয় মুরগির।

0
58

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  ইলেকট্রিক শর্টসার্কিট থেকে আগুন লেগে আগুনে পুড়ে ছারখার গোটা একটি পোল্টির ফার্ম। মৃত্যু হয় ৩০০০ এরও বেশি মুরগির, ঘটনায় কান্নায় ভেঙে পড়ে ফার্মের মালিক। ঘটনাস্থলে ডোমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি নদীয়ার ফুলিয়ার মালিপোতা এলাকার। ফার্মের মালিক সুদীপ বিশ্বাস বলেন, তিনি ফার্মের পাশেই দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখেন হঠাৎই ফার্মের ভেতরে আগুন লেগে গেছে। নিমিষের মধ্যে আগুনের তীব্রতা ছড়িয়ে যায় গোটা পোল্টির ফার্মে, এরপর পুরে ছারখার হয়ে যায় গোটা ফার্ম। সাথে সাথেই খবর দেওয়া হয় ডোমকল বিভাগকে, যদিও এলাকাবাসী আগেই বালতি দিয়ে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করে। দ্রুত ডোমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আপৎকালীন পরিস্থিতিতে দীর্ঘ আধ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও চোখের সামনেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মাথায় হাত পড়ে যায় ফার্মের মালিক সুদীপ বিশ্বাসের। তিনি জানান, ১০ থেকে ১২ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে তার। যদিও এ বিষয়ে ডোমকল দপ্তর এর আধিকারিকরা জানিয়েছেন, শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগার সম্ভাবনা। অন্যদিকে গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে।