দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- শনি বার বিনসিরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ১০ শয্যা বিশিষ্ট অন্তর বিভাগের শুভ উদ্বোধন করলেন জেলাশাসক বিজিন কৃষ্ণা। এই কর্মসূচিতে তার সঙ্গে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা। জেলা স্বাস্থ্য আধিকারিক,
হিলি গ্রামীণ হাসপাতালের BMOH, বিনসিরা গ্রাম পঞ্চায়েতের প্রধানসহ অন্যান্যরা। মূলত স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবী মেনে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে দশ আসন শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কেন্দ্রে উন্নতি করণ করা হয় জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফে। এর ফলে হিলি ব্লকের প্রায় ত্রিশ হাজার লোক উপকৃত হবেন। পাশাপাশি বালুরঘাট ব্লকের চিঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েত প্রায় দশ হাজার জনগণ উপকৃত হবেন। এই স্বাস্থ্য কেন্দ্রে পুরুষ ও মহিলা আলাদা বিভাগের ও ব্যবস্থা করা হয়েছে যেখানে নিয়মিত ডাক্তার বাবুরা রোগীদের চিকিৎসা পরিষেবা প্রদান করবেন। দক্ষিণ দিনাজপুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা সহ বিভিন্ন রাজনৈতিক মহলের ব্যক্তিবর্গ। প্রসঙ্গত উল্লেখ্য এই বিনসিরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পূর্বে হিলি ব্লকের অন্যতম স্বাস্থ্য কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। সেখানে অতীতে উন্নত মানের চিকিৎসা পরিষেবা প্রদান করা হতো। দীর্ঘদিনের পর সেই স্বাস্থ্যকেন্দ্রকে পুনরায় পুনর্জীবিত করতে সরকারের এমন পদক্ষেপ শক্তি প্রশংসনীয়। এ বিষয়ে জেলাশাসক বিজন কৃষ্ণা ও জেলা স্বাস্থ্য আধিকারিক কি প্রতিক্রিয়া দিলেন শুনে নেব।
Home রাজ্য উত্তর বাংলা ১০ শয্যা বিশিষ্ট বিনশিরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নবরূপে সজ্জিত অন্তর্বিভাগের শুভ উদ্বোধন করলেন...