দীর্ঘ দিনের দাবি পূরণ হতে চলেছে কোলাঘাটের দেরিয়াচক অঞ্চলের।

0
48

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের বেলিয়াচক অঞ্চলের হিরাপুর এলাকার দীর্ঘ দিনের দাবি যে যাতায়াতের কংক্রিটের সেতু আর সেই সেতু শিলান্যাস আজ অনুষ্ঠিত হলো। দীর্ঘ দিন ধরে ছিল কাঠের সেতু কিন্তু সেই কাঠের সে দুটি ভগ্নাংশ অবস্থায় রয়েছে, ইতি মধ্যেই কয়েক বার এলাকা বাসীরা বিক্ষোভ দেখায় প্রতিনিয়ত ছোটখাটো দুর্ঘটনা লেগেই থাকি। এই কাঠের সেতুতে কখনো সাইকেল স্কুল ছাত্র ছাত্রী বা মোটর সাইকেল নিয়ে খালেতে দুর্ঘটনার কবলে পড়ে। বিডিও এবং মহাকুমা শাসক কে বারবার জানিয়ে কোন সুরাও হয়নি। এরপর এলাকাবাসীরা পথ অবরোধ করে এবং বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতি কে চাবি তালা লাগিয়ে আটকে রেখে বিক্ষোভ দেখিয়ে ছিল গ্রামবাসীরা। এরপরে নড়ে চড়ে বসে প্রশাসন। আজ প্রশাসনের তরফ থেকে পূর্ব মেদিনীপুর জেল জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, মৎস্য মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী এবং কোলাঘাটের পঞ্চায়েত সমিতির সভাপতি সুরজিৎ মান্না উপস্থিতিতে নারকেল ফাটিয়ে এই কাজের সিলারনেস অনুষ্ঠান হয় আজ।