মদ্যপ অবস্থায় বিষপান করে আত্মঘাতী হলেন এক বয়স্ক ব্যক্তি, ঘটনার তদন্তে পুলিশ।

0
68

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা: দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে মানসিক অবসাদে মদ্যপ অবস্থায় শনিবার সন্ধ্যেবেলা দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অন্তর্গত ঠেঙ্গাপাড়া হাটে চাষের জমিতে ঘাস মারার বিষ কিনে বিষপান করে আত্মঘাতী হলেন এক বয়স্ক ব্যক্তি। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম রবি পাহান (৬৭)। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অন্তর্গত নীলডাঙ্গা বোয়ালদহ এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঐদিন সন্ধ্যেবেলা হাটে গিয়ে চাষের জমিতে ঘাস মারার বিষ কিনে বিষপান করে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে ঐ বয়স্ক ব্যক্তি। এরপর সে ঐ এলাকার বাজারে পরে থাকলে স্থানীয় বাসিন্দাদের প্রথম অবস্থায় মনে হয় সে নেশাগ্রস্ত অবস্থায় পরে আছে কিন্তু পরবর্তীতে তার মুখ দিয়ে বিষের গন্ধ বের হতেই তড়িঘড়ি তাকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে বুধবার সন্ধ্যেবেলা স্থানীয়রা নিয়ে আসে। সেখানেই চিকিৎসারত অবস্থায় শনিবার সন্ধ্যে ৬টা নাগাদ হাসপাতালে তার মৃত্যু হয়। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঐ বয়স্ক ব্যক্তি দীর্ঘদিন ধরে অসুস্থতার কারণে মানসিক অবসাদে ভুগছিলেন। সেই কারণে হয়তো এই পরিণতি ও আত্মহননের পথ বেছে নেন তিনি। এরপর রবিবার সকালে গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনার খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে গঙ্গারামপুর থানায় নিয়ে এসে বালুরঘাট জেলা হাসপাতালের মর্গে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে ঐ এলাকায় ব্যাপক চাঞ্চল সৃষ্টি হওয়ার পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।