পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রবিবার অপরাজেয় স্বেচ্ছাসেবী সংগঠনের জীবন ইতিহাসে একটি বিশেষ স্মরণীয় দিন ।বিশেষ এই কারণে জনসমারোহ,জন কলেবর ও জন উপস্থিতির মানদণ্ডের নিরিখে ।অভিভাবক-অভিভাবিকাবৃন্দ, ছাত্র-ছাত্রীবৃন্দ ,সংগঠনের সদস্য সদস্যা, শুভানুধ্যায়ী ও অতিথিবর্গের সম্মিলিত প্রয়াসে অনুষ্ঠিত হয়ে গেল মেদিনীপুর শহরের রেডক্রশ সোসাইটি হলে, “অপরাজেয় মেধা অন্বেষণ-২০২৩” এর বৃত্তি- সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে মোট কেন্দ্রীয়ভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় হিসেবে মোট ১৬ জনকে বৃত্তি ও সম্মাননা প্রদান করা হয় এবং কেন্দ্র প্রথম হিসেবে মোট ৩৭ জনকে সম্মাননা প্রদান করা হয় ।সেইসঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অঙ্কন প্রদর্শনীরও আয়োজন ছিল। প্রতি অংশগ্রহণকারীকে শান্তনা পুরস্কার এবং অঙ্কন প্রদর্শনীর প্রথম দ্বিতীয় তৃতীয়জনকে পুরস্কারে ভূষিত করা হয়। আজকের অনুষ্ঠানের কলেবর বৃদ্ধিতে উপস্থিত ছিলেন- প্রধান অতিথি হিসেবে ডঃ মঙ্গল প্রসাদ মল্লিক,বিশেষ অতিথি হিসেবে ডক্টর প্রসূন পয়ড়া, সম্মাননীয় অতিথি হিসেবে পঙ্কজ পাত্র , শিক্ষক সুদীপ মণ্ডল , শিক্ষক সঙ্গীত শিল্পী দীপেশ দে ,শিক্ষক স্নেহাশীষ চৌধুরী , শিক্ষক ক্ষৌনিশ মাইতি সহ অন্যান্য ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানটি সুন্দর ও সুচারুভাবে সঞ্চালনা করেন সংগঠনের সদস্য শিক্ষক শ্রীপতি চক্রবর্তী । এই অপরাজেয় মেধা অন্বেষণ এর মূল লক্ষ্য- শহর এবং গ্রামের মধ্যে মেধা বৈষম্য দূর করা।সেই উদ্দেশ্যে আমরা নিয়োজিত। আগামী দিনে এই মেধা অন্বেষণ আরও শ্রীবৃদ্ধি ঘটবে,প্রতিটি গ্রাম ব্লক মহকুমা শহর ও জেলা শহর জুড়ে মেধা অন্বেষণ এর আয়োজন করার উদ্যোগ সংগঠন নেবে। সবার আন্তরিক সহযোগিতা আমরা পাব আশা রাখছি। সেই সঙ্গে জানিয়ে রাখি – আগামী মেধা অন্বেষণ ২০২৪ অনুষ্ঠিত হবে।
Home রাজ্য দক্ষিণ বাংলা মেদিনীপুর শহরের রেডক্রশ সোসাইটি হলে ‘অপরাজেয় মেধা অন্বেষণ’-র সফল পড়ুয়াদের বৃত্তি ও...