নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ভর দুপুরে আগুনে পুড়ে ভষ্মীভূত হয়ে গেল পরপর তিনটি ঘর। পুড়ে ছারখার হয়ে যায় একটি হস্ত চালিত শাড়ি তৈরীর তাঁত, মোটরসাইকেল, টলি ভ্যান ও একটি সাইকেলসহ বেশ কয়েক বস্তা ধান। অল্পের জন্য প্রাণ রক্ষা বসবাসকারীদের। ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়। নদীয়ার শান্তিপুর থানা এলাকার গবার মাঝের পাড়ার ঘটনা। জানা যায় সোমবার দুপুর নাগাদ বিমল রাহা নামে এক ব্যক্তির ঘরে হঠাৎ আগুন লাগে, যদিও তারা কেউ ঘরের ভেতরে ছিলেন না। প্রতিদিনের মতো চাষের জমিতে কাজ করতে গিয়েছিলেন। খবর পেয়ে ছুটে এসে দেখে তার ঘর দাউ দাউ করে জ্বলছে, এছাড়াও আগুনের তীব্রতা ছড়িয়ে পড়ায় পাশের বাড়ির দুটি ঘরে আগুন লেগে যায়। পুড়ে ছারখার হয়ে যায় একটি শাড়ি তৈরির হাসতো চালিত তাঁত, মটর বাইক টলি ভ্যান সাইকেলসহ বেশ কয়েক বস্তা ধান। প্রতিবেশীরা জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করে। সেই আগুন নেভাতে গিয়ে বলাই সরকার নামে এক যুবক আহত হয়। আগে থেকেই খবর দেওয়া হয়েছিল দমকলে, পরবর্তীতে দমকল বাহিনীর কর্মীরা এসে বেশ কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। শান্তিপুর থানার পুলিশ গিয়ে আগুন কিভাবে লাগলো তার খতিয় জানার চেষ্টা করে। অন্যদিকে এই আগুন কিভাবে লাগলো তা ধোঁয়াশা প্রত্যেকেরই কাছে।
Home রাজ্য দক্ষিণ বাংলা ভর দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড নদীয়ার শান্তিপুরে, ক্ষয়ক্ষতির সংখ্যা লক্ষাধিক টাকা।