দীর্ঘদিন দিন ধরে বেহাল হয়ে থাকা রাস্তার নির্মাণের কাজ শুরু হওয়ায় খুশি গ্রামের মানুষেরা।

0
53

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ-দীর্ঘদিনের দাবি ছিল রাস্তার। এলাকাবাসীদের বর্ষার সময়ে প্রচুর ভোগান্তি হতো এই রাস্তা বেহালের কারণে। গ্রাম পঞ্চায়েত ভোটের প্রচারের সময় নুড়ি বেগম নিজে বুঝতে পেরেছিলেন রাস্তায় চলাচলের সময় কতটা এলাকার মানুষ সমস্যায় পড়তো।ভোট প্রচারের সময় এলাকাবাসীদের কথা দিয়েছিলেন পুনরায় জিতার পরে রাস্তার সমস্যা মিটিয়ে দিবেন পঞ্চায়েত সমিতির সদস্য নুরি বেগম চৌধুরী। বাম জামানা থেকে বেহাল রাস্তা রাস্তা সংস্করণের জন্য উদ্যোগ নিলেন স্থানীয় পঞ্চায়েত সমিতির জেলা পরিষদের সদস্য দীর্ঘদিন দিন ধরে বেহাল হয়ে থাকা রাস্তার নির্মাণের কাজ শুরু হওয়ায় খুশি গ্রামের মানুষেরা। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ১০ নাম্বার মালগাঁও গ্রাম পঞ্চায়েত মডেল স্কুল নদী পার এলাকা থেকে কালুডাঙ্গা পর্যন্ত এবং ঝাড়বাড়ি থেকে মালগাও পর্যন্ত রাস্তা নির্মাণের শুভ সূচনা । ফিতাকেটে ও নারকেল ফাটিয়ে রাস্তার শুভ সূচনা করা হয় । উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিশু নারী ও সমাজ কল্যান দফতরের কর্মাধক্ষ্য লতা সরকার, পঞ্চায়েত সমিতির সদস্য পিয়ালি কুন্ডু দেব সিংহ, পঞ্চায়েত সমিতির সদস্য নুড়ি বেগম চৌধুরী, মালগাও পঞ্চায়েতের মেম্বার আবু তাহের , মকবুল হোসেন, পঞ্চায়েত সমিতির প্রতিনিধি ইমরান চৌধুরী সহ অন্যান্যরা। উত্তর দিনাজপুর থেকে রাধারানী রিপোর্ট নিউজ।