আন্তর্জাতিক নদীকৃত‍্য দিবসে(14 মার্চ) নদীর জন‍্য স্বাক্ষর সংগ্রহে দিশারী সংকল্প।

0
51

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর:-  আন্তর্জাতিক নদীকৃত‍্য দিবসে(14 মার্চ) নদীর জন‍্য স্বাক্ষর সংগ্রহে দিশারী সংকল্প। লোকসভা ভোটের ইস‍্যু হোক দক্ষিণ দিনাজপুরের নদী।আত্রেয়ী, পুনর্ভবা, টাঙ্গন, যমুনা,ইছামতি, শ্রীমতি নদী উঠে আসুক সমস্ত ভোটপ্রার্থী দের বক্তব‍্যে, রাজনৈতিক দলের নির্বাচনী ইস্তাহারে।তারা দায়বদ্ধতা দেখাক নদী ও প্রকৃতির প্রতি। এই মর্মে আজ আন্তর্জাতিক নদীকৃত‍্য দিবসে বালুরঘাটের থানা মোড়ে স্বাক্ষর সংগ্রহ করলো পরিবেশপ্রেমী সংস্থা দিশারী সংকল্পের সদস‍্যরা। দিশারী সংকল্পের সম্পাদক তুহিন শুভ্র মণ্ডল, সদস‍্য সঙ্গীত কুমার দেব, বিজন কৃষ্ণ সরকার, কিঙ্কর দাসরা স্বাক্ষর সংগ্রহ করলেন। এতে যুবক যুবতী রাও স্বাক্ষর সংগ্রহ করলো। প্রথম দিনে প্রায় পঞ্চাশ জন স্বাক্ষর করেছে। তুহিন শুভ্র মণ্ডল জানান ‘ ধারাবাহিক ভাবে স্বাক্ষর সংগ্রহ চলবে। আমরা প্রতিটি রাজনৈতিক দলের ভোটপ্রার্থী দের হাতে স্বাক্ষর সম্বলিত আবেদনপত্র তুলে দেবো।