এই বছরই শেষ,পরের বছর থেকে আর দেখা পাবেন না,নন্দীগ্রামের কৃষক আন্দোলনে শহীদদের শ্রদ্ধা জ্ঞাপনে এসে নাম না করে তৃণমূলকে ঠিক এভাবেই কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী।

0
63

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  ১৪ ই মার্চ অর্থাৎ বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের গোকুলনগরে কৃষক আন্দোলনে শহীদের শ্রদ্ধা জ্ঞাপন এবং শহীদ বেদীতে মাল্যদান ও পুষ্প অর্পণ করতে এসে নাম না করে তৃণমূলকে নিশানা করলেন নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি বলেন এই বছরে শেষ পরের বছর থেকে আর দেখা পাবেন না,সব ঘুমটি বন্ধ হয়ে যাবে, ২০২২ সালে পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে রাত্রে বেলায় আসতে হয়েছে আমাকে, কিন্তু কুকুর মানুষের পায়ে কামড়ায়, মানুষ কুকুরের পায়ে কামড়ায় না, আমাদের স্থানীয় নেতৃত্ব থানায় গিয়ে বলে এসেছেন ১১ টার মধ্যে আমরা কর্মসূচি শেষ করে ফেলব, এরপর পরিযায়ী পাখিরা আসতে পারেন, পাশাপাশি CAA নিউ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।