নিজস্ব সংবাদদাতা, মালদা:– ভাতার দাবিতে মৃৎশিল্পী সংগঠনের ডেপুটেশন মানিকচক বিডিওকে। ভাতা সহ একাধিক দাবিতে দেওয়া হয়।ভাতার পাশাপাশি এঁটেল মাটির সুবিধা করে দেওয়া, কারখানা তৈরী,মৃৎ শিল্পের অনুসঙ্গিক সামগ্রীর মূল্য বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে মৃৎশিল্পীরা মানিকচক ব্লক বিডিও কে লিখিত ডেপুটেশন দেন।মানিকচক মৃৎশিল্পী সংগঠনের প্রায় ৫o নেতৃত্ব ও সদ্যদের উপস্থিতিতে এই কর্মসূচি সম্পন্ন হয়।
এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত হয়ে মানিকচক ব্লক মৃৎশিল্পী সংগঠনের সভাপতি ফুলকুমার মন্ডল বলেন ,’ আমরা বছরে প্রায় ছয় মাস মাত্র কাজ পাই। ছয়মাস কর্মহীন থাকায় সংসার চালাতে হিমশিম অবস্থা হয় আমাদের। তাই আমরা মূলত ভাতার দাবিতে বিডিও কে ডেপুটেশন দিলাম । আমরা একত্রিত হয়ে আলোচনার মাধ্যমে মানিকচক ব্লক বিডিও কে বিষয়টি লিখিত আকারে জানালাম । আমরা গত বছরও বিডিওকে লিখিত আকারে জানিয়েছি। আমরা এই সংগঠনের প্রায় দেড়শো জন সদস্য রয়েছি।