তৃণমূল কংগ্রেসের মধ্যযুগীয় অপশাসনে আইনের রক্ষক পুলিশ তৃণমূল কংগ্রেসের দলদাসে পরিণত হয়েছে : শুভেন্দু অধিকারী।

0
44

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- তৃণমূল কংগ্রেসের মধ্যযুগীয় অপশাসনে আইনের রক্ষক পুলিশ তৃণমূল কংগ্রেসের দলদাসে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, তৃণমূল কংগ্রেসের দলদাস পুলিশ মিথ্যা মামলায় খেজুরী বিধানসভা এলাকার ভারতীয় জনতা পার্টির দশ’জন প্রমুখ কার্যকর্তাকে মিথ্যা অভিযোগে গ্রেফতার করেছে। সেই গ্রেফতারের প্রতিবাদে আজ গ্রেপ্তার হওয়া দশ’জন কার্যকর্তার পরিবারের সদস্যদের সাথে নিয়ে ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলার ডাকে জনকা থেকে বিদ্যাপীঠ পর্যন্ত এক ধিক্কার মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভায় রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুলিশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে আগামী লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের বিপুল সংখ্যক ভোটে নির্বাচিত করে পুনরায় মোদী সরকার গড়ার ডাক দেন।
ধিক্কার পদযাত্রা ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন কাঁথি লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী সৌমেন্দু অধিকারী, কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি ও দক্ষিণ কাঁথি বিধানসভার বিধায়ক অরূপ কুমার দাস, জেলা সাধারণ সম্পাদক ও খেজুরী বিধানসভার বিধায়ক শান্তনু প্রামাণিক, জেলা সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মন্ডল, ভগবানপুর বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি প্রমুখ।