পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- লোকসভা নির্বাচনের প্রাক্কালে ফের উত্তপ্ত পূর্ব মেদিনীপুর জেলার ময়না,একদিকে তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে,পোস্টার ছেড়া হলো দেবাংশুর,অপরদিকে দেবাংশুকে ঘিরে বিক্ষোভ দেখালেন তৃণমূলের কর্মীরাই,
শুক্রবার ময়নায় নির্বাচনী কর্মসূচিতে উপস্থিত তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবাংশু ভট্টাচাৰ্য। দেবাংশুর কর্মসূচির আগের দিন রাত্রি থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল ময়না। ময়নার গোজিনা গ্রাম পঞ্চায়েতের মধুর কিআরানা বুথে প্রথমে তৃণমূলের পতাকা লাগানো কে কেন্দ্র করে বাক বিতন্ডা বাঁধে তৃণমূল এবং বিজেপির মধ্যে, পরিস্থিতি সামলাতে পুলিশকে আসতে হয়। রাত্রি আনুমানিক এগারোটা নাগাদ তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর করে বিজেপি এমনটাই অভিযোগ করেন তৃণমূলের কর্মীরা। আজ সেই কার্যালয়ে উপস্থিত হন দেবাংশু ভট্টাচার্য। এবং দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ আনেন উত্তম সিং এবং চন্দন মন্ডল নামের দুই বিজেপি নেতার বিরুদ্ধে। ময়নায় লোকসভা কেন্দ্রের প্রার্থী পৌঁছানোর ঠিক পূর্বেই দেবাংশু ভট্টাচার্যের নামে যে পোস্টটা লাগিয়েছিল তৃণমূল কর্মীরা, সেই পোস্টার ছাড়া অবস্থায় রাস্তার ধারে দেখা যায়, এবং কেউ বা কারা তাদের ক্রস চিহ্ন লাগিয়ে রেখেছেন সেটাও দেখা যায়। অপরদিকে প্রচার চালানোর সময় দেবাংশুকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান ময়নার বাকচা গ্রামের তৃণমূল কর্মীরা। তাদের অভিযোগ তারা বাকচা গ্রামে প্রবেশ করতে পারছেন না বিজেপির ভয়ে। দেবাংশু ভট্টাচার্য বলেন বিজেপি দখলিকৃত বাকচার কি অবস্থা দেখুন সবাই, বিজেপি গণতন্ত্রের হত্যা করছে। সবমিলিয়ে লোকসভা ভোটের আগে ফের উত্তপ্ত ময়নার বাকচা।
Home রাজ্য দক্ষিণ বাংলা ফের উত্তপ্ত ময়না,একদিকে তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, পোস্টার ছেড়া...